মরক্কোর ভূমিকম্পের দৃশ্য দাবিতে তুরস্কের ভূমিকম্পের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, মরক্কোতে সংঘটিত ভূমিকম্পকে ঘিরে ‘মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প প্রাণহানির সংখ্যা বাড়ছেই!’ শীর্ষক দাবিতে কিছু ভিডিও ফুটেজ দূরবীন নিউজ নামক একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

ভূমিকম্প

দূরবীন নিউজের ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মরক্কোর ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটির এক থেকে চার সেকেন্ড পর্যন্ত প্রদর্শিত ভবন ধসে পড়ার দৃশ্যটি মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের নয়। প্রকৃতপক্ষে এটি চলতি বছরের গত ফেব্রুয়ারিতে তুরস্কে সংঘটিত ভূমিকম্পের সময়কার ভিডিও।

দাবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিররে গত ৬ ফেব্রুয়ারি ‘Turkey Syria earthquake: Dramatic footage shows building collapse after shake’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ১৮ সেকেন্ডের একটি ভিডিওসহ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Mirror.co.uk

প্রতিবেদনটি থেকে দেখা যায়, তুরস্কে সে সময়ে সংঘটিত ভূমিকম্পের পর পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, একটি উঁচু ভবন মাটিতে ধসে পড়ছে। স্থানীয় উরফা টিভি নামে একটি গণমাধ্যমের বরাতে মিরর জানায়, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর আফটারশকের কারণে সানলি উরফা প্রদেশের হালিলিয়া জেলায় অন্তত একটি সাততলা ভবন ধসে পড়েছে।

এছাড়া আয়ারল্যান্ড ভিত্তিক গণমাধ্যম RTE News এ একইদিনে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওটিতেও মরক্কোর দাবিতে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলোতে দেখানো ভবন ধসে পড়ার ভিডিওটির সাথে মরক্কোর ভূমিকম্পের দৃশ্য দাবিতে ভিডিওটির হুবহু মিলে খুঁজে পাওয়া যায়।

Image Collage: Rumor Scanner

মূলত, গত ৯ সেপ্টম্বর মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় দুই হাজার জন মারা গেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন। এই ঘটনার সংবাদ প্রকাশ করতে গিয়ে দেশীয় অনলাইন পোর্টাল দূরবীন নিউজের ভিডিও প্রতিবেদনের শুরুতেই একটি ভবন ধসে পড়ার ফুটেজ দেখানো হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভবন ধসে পড়ার এই ভিডিওটি মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্পের নয়। প্রকৃতপক্ষে এটি চলতি বছরের গত ফেব্রুয়ারিতে তুরস্কে সংঘটিত ভূমিকম্পের পরের সময়ে ধারণকৃত। 

মরক্কোর এই ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে রিউমর স্ক্যানারের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন 

সুতরাং, মরক্কোর ভূমিকম্পের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ফেব্রুয়ারিতে তুরস্কে ভূমিকম্পে ভবন ধসের একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img