Home Blog Page 864

এটিএম বুথে উলটো করে পিন ব্যবহারে পুলিশ আসার তথ্যটি ভুয়া

0

সম্প্রতি “এটিএম বুথে সন্ত্রাসীদের মুখোমুখি হলে কথা কাটাকাটি না করে কৌশলে পিনটি উলটো করে বলুন, এতে আপনার টাকা বের হয়ে আটকে যাবে এবং পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাবে যে আপনি বিপদগ্রস্ত” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট এবং উক্ত ভুয়া তথ্যটি এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে।

ফেডারেল ট্রেড কমিশন কর্তৃক ২০১০ সালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় “জরুরী পরিস্থিতিতে উলটো পিন পদ্ধতি এটিএম’এ কখনো স্থাপন করা হয়নি”।

 

এছাড়াও ২০১৯ সালে আন্তর্জাতিক এটিএম প্রস্ততকারক প্রতিষ্ঠান ‘Diebold Nixdorf’ জানায় তাদের কাছে এই পদ্ধতিতে কাজ করা এমন কোন এটিএম মেশিন নেই।

এছাড়াও বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান পূর্বেই বিষয়টিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। আফ্রিকা চেক, এএফপি এর ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

প্রাযুক্তিকভাবে ব্যাখ্যা করলেও যারা Palindromic PIN (যেমনঃ 2112, 6996, 5555) ব্যবহার করেন তাদের ক্ষেত্রে উলটো পিন পদ্ধতি অকার্যকর।

অর্থাৎ, এটিএম বুথে বিপদে পড়লে পিন উলটো করে দিলে পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাওয়ার দাবিটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এটিএম বুথে বিপদে পড়লে পিন উলটো করে দিলে পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাবে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

ইজরায়েলের বিরুদ্ধে সৌদি-তুরষ্কের যুদ্ধ ঘোষণার দাবিটি ভুয়া

“আলহামদুলিল্লাহ, সৌদি তুরুস্ক এক হয়ে আজ ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা দিয়েছে। সূত্রঃ আলজাজিরা, আমাদের সরকার কি এখনো বসে থাকবে?” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

Pics-Art-05-11-04-51-24

বিষয়টি যাচাইয়ের জন্য আমাদের What’s App নাম্বারে ফ্যাক্টচেক অনুরোধ করা হয়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিম উক্ত দাবীটির কোন সত্যতা খুঁজে পায়নি। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেখা যায় আলজাজিরা লেখা সম্বলিত যে ছবিটিকে কেন্দ্র করে উক্ত দাবীটি ছড়িয়েছে সেটি ২৩ জুলাই ২০১৭ সালে ‘Turkey’s Erdogan urges Saudi to play main role in solving Gulf crisis’ শিরোনামে আলজাজিরা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিলো।

উল্লেখ্য, আন্তর্জাতিক কোন গণমাধ্যমেও সৌদি তুরষ্ক একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা শীর্ষক কোন সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, “সৌদি তুরুস্ক এক হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সৌদি তুরুস্ক এক হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা দিয়েছে, সূত্রঃ আলজাজিরা
  • Claimed By: Social Media
  • Fact Check: False

[/su_box]

ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার নয়

সম্প্রতি “সোহরাওয়ার্দী উদ্যানে যে বৃক্ষ নিধন চলছে সেই বৃক্ষের ডালে বাসা বেধেছিলো একজোড়া সারস পাখি! গাছ কাটার ফলে মাটিতে পড়ে মৃত্যুর প্রহর গুনছে ছানাগুলো” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায় প্রচারিত ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।

২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করে মাথরুভুমি বুকস থেকে লেখক জি নির্মালার লেখা একটি বই প্রকাশিত হয়েছিলো এবং ২০১৩ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন ব্লগ সাইটে ছবিটি প্রচার হয়ে আসছে, কেরালা বুক স্টোরে বইটি দেখুন এখানে।

২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডট ব্লগস্পট ডট কমে এই ছবিটিকে দেখা যায়, দেখুন এখানে।

২০১৪ সালের ১ অক্টোবরে একটি ফেইসবুক পেইজেও ছবিটি ব্যবহার করে পোস্ট করা হয়েছিল, দেখুন নিচেঃ

সোনেলা ব্লগ নামের একটি বাংলা ব্লগিং সাইটেও ছবিটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিলো, দেখুন এখানে।

উল্লেখ্য, ছবিটির ফটোগ্রাফার ও ঘটনাস্থল সম্পর্কে ইন্টারনেটে কোন তথ্য পাওয়া যায় নি।

প্রসঙ্গত, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি এবং রেস্তোরাঁ, হাঁটার পথ, গাড়ি রাখার স্থান নির্মাণে মে মাস থেকে গাছ কাটা শুরু হয়েছে, এ নিয়ে প্রথম আলোর “সৌন্দর্য বাড়াতে’ কাটা হচ্ছে গাছ” প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

অর্থাৎ, “সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ফলে সেই গাছের নিচে পড়ে মৃত্যুর প্রহর গুনছে পাখিগুলো” শীর্ষক শিরোনামে প্রচারিত ছবিটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ফলে সেই গাছের নিচে পড়ে মৃত্যুর প্রহর গুনছে পাখিগুলো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

 

তথ্য সূত্র – 

  1. Kerala Book Store
  2. Vanangal

  3. Sonela Blog
  4. Thrissur Prakruthi Samrakshana Samithi

 

আফগান-ইরান সীমান্তের বিস্ফোরণের দৃশ্যকে চীনের রকেটের দাবী করে ভুয়া ভিডিও প্রচার

সম্প্রতি “আলহামদুলিল্লাহ, চায়নার সেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আফগান-ইরান সীমান্তে বিস্ফোরণের ঘটনার, নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের নয়।

গত ১৩ই ফেব্রুয়ারি ২০২১ সালে আফগানিস্তানের ইরান সীমান্তের একটি স্থলবন্দরে ১০০টি তেল ট্যাংকারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও, Newyork Times, Khaleej Times, Gulf Today এর প্রকাশিত প্রতিবেদন দেখুন নিচেঃ

মূলত বিস্ফোরণের ঘটনার পুরোনো সেই ভিডিওকেই চীনের নিয়ন্ত্রণ হারানো রকেটের ভূপাতিত হওয়ার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের নিয়ন্ত্রণ হারানো রকেটটি আজ স্থানীয় সময় সকাল ০৮:২৪ মিনিটে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে এবং এটি মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে পড়েছে বলে চীনের গণমাধ্যম China Daily জানিয়েছে।

অর্থাৎ “চায়নার সেই নিয়ন্ত্রণ হারানো রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: চায়নার সেই নিয়ন্ত্রণ হারানো রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

দেশীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের 2021 PDC গ্রহাণু’টি কাল্পনিক

“ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও” শীর্ষক শিরোনামে একটি সংবাদ গত ৪ ও ৫ই মে তারিখে জাগো নিউজ, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভি সহ আরো কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত হয় এবং সর্বশেষ ৬ই মে ডিবিসি নিউজ টেলিভিশনে প্রচারিত হয়, আর্কাইভ দেখুন এখানে। পরবর্তীতে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও ছড়িয়ে পড়ে, আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

যুগান্তরের “ধেয়ে আসছে বিশাল গ্রহাণু” শিরোনামে প্রতিবেদনটি দেখুন এখানে।

বাংলাদেশ প্রতিদিন এর “পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে। 

প্রতিবেদনটি দেখুন এখানে

 

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে গণমাধ্যমে উল্লেখিত “2021 PDC” নামের গ্রহাণু টি সম্পূর্ণ কাল্পনিক অর্থাৎ বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই।

মূলত, International Academy of Astronautics প্রতি দুই বছর পর পর একটি কনফারেন্স আয়োজন করে, পৃথিবীতে কোনো বিপদ আসলে সেটা কিভাবে মোকাবেলা করা হবে এ বিষয়ে আলোচনা করে। ২০২১ সালে ২৬-৩০ এপ্রিল অনলাইনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং সেখানে উদাহরণ স্বরুপ “2021 PDC” নামের এই কাল্পনিক গ্রহাণুর আক্রমন দেখানো হয়।

উদাহরণ হিসেবে “যদি এটা ইউরোপে আগামী আগস্ট মাসে আছড়ে পড়ে এবং বিজ্ঞানীরা ২৬শে এপ্রিল তথ্যটা জানতে পারেন, তবে পৃথিবীকে রক্ষার জন্য কি কি টেকনোলজি আছে তা নিয়ে সেখানে আলোচনা করা হয়। এ নিয়ে ডেইলি মেইল এবং বিজনেস ইনসাইডারের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

এছাড়াও একই বিষয় নিয়ে স্পেস ডট কম এবং ইয়াহু নিউজের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

উল্লেখ্য, “২০২১ পিডিসি” সম্পূর্ণ কাল্পনিক একটি গ্রহাণু এবং এমার্জেন্সি রেসপন্স টিমের কার্যকারিতা দেখার জন্য এই “২০২১ পিডিসি”র উদাহরন দেয়া হয়েছিলো।

অর্থাৎ, “ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও
  • Claimed By: News Portal, YouTube
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র –

  1. Mission IMPOSSIBLE: NASA warns even a nuclear bomb wouldn’t stop a giant asteroid heading for Earth after massive six month simulation exercise ends in devastating impact
  2. In a NASA simulation of an asteroid impact, scientists concluded they couldn’t stop a space rock from decimating Europe

  3. How did you spend your week? NASA pretended to crash an asteroid into Earth.
  4. NASA simulated an asteroid headed for Earth and has bad news for us

 

FactCheck By – Jahirul Islam

India Is Doing It’ Video Will Hack Your Phone দাবীতে প্রচারিত বার্তাটি ভুয়া

0

সম্প্রতি, “India is going to start circulating a video on WhatsApp that shows how the Covid19 curve is flattening in India. The file is called “India is doing it”, please do not open it or see it, it hacks your phone in 10 seconds and it cannot be stopped in any way” এধরণের একটি বার্তা Messenger এবং What’s App ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়েছে।

AFFIX-20210507-185336

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানার বার্তাটিতে উল্লেখিত বিষয়গুলোর কোন সত্যতা খুঁজে পায়নি এবং ইন্ডিয়ায় প্রচারিত কোভিড-১৯ সম্পর্কিত এমন কোন ভিডিওর অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।

মূলত এই বার্তাটি গত বছরের অক্টোবর মাসে ভারতে প্রথম ছড়িয়েছিলো এবং বিষয়টি ভুয়া চিহ্নিত করে সেসময়ে ভারতের একাধিক গুজব শনাক্তকারী প্রতিষ্ঠান এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

Full Fact এর “WhatsApp messages about a video called “India is doing it” are a hoax” শিরোনামে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে।

The Quint এর “‘India Is Doing It’ Video Will Hack Your Phone? It’s a Hoax Msg!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।

Boom Live এর “Hoax Message Claims ‘India Is Doing It’ Video Will Hack Your Phone
শিরোনামে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনটি দেখুন এখানে।

উল্লেখ্য, এধরণের বার্তাগুলো সাধারণত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানুষকে বিভ্রান্ত ও আতংকিত করার জন্য ছড়ানো হয়।

রিউমর স্ক্যানার টিম পূর্বেও “আগামীকাল থেকে সব কল রেকর্ড করা হবে” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি গুজব শনাক্ত করেছে।

অর্থাৎ,”India Is Doing It’ Video Will Hack Your Phone” শীর্ষক বার্তাটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: India Is Doing It’ Video Will Hack Your Phone
  • Claimed By: Social Media
  • Fact Check: False

[/su_box]

ছবিগুলো কেনিয়ার দুর্ভিক্ষের সময়কার, সুদানের নয়

0

“১৯৯৫ সালের সুদানের প্রতিরক্ষামন্ত্রী অত্যাচারী আকদ ইব্রাহীমের অবস্থা আপনার সামনে” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় আকদ ইব্রাহিমের বর্তমান অবস্থা দাবীতে প্রচারিত ছবি দুইটি সুদানের নয়, বরং কেনিয়ার দুর্ভিক্ষ চলাকালীন সময়ের।

প্রতিবেদনটি দেখুন এখানে

২০১৯ সালের মার্চে কেনিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তৎকালীন সময়ে দুর্ভিক্ষের সংবাদ প্রচারের জন্য বিবিসির সাংবাদিক রনক্লিফ ওডিট ছবিগুলো ধারণ করেন।

এছাড়াও Kenya Today এর “Gov. Sonko sends food to drought affected areas in Turkana”  শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

অর্থাৎ, ছবি দুইটি সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আকদ ইব্রাহীমের নয় এবং উপরোক্ত শিরোনামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অত্যাচারী আকদ ইব্রাহীমের বর্তমান অবস্থার ছবি দেখুন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

FactCheck Requested By – Naimul Hassan Naim

রিকশাচালককে নির্যাতনকারী ব্যক্তিটি হেফাজত নেতা জাকারিয়া মাদানী নন

“অসহায় রিকশাচালককে নির্যাতন করলো হেফাজতে ইসলামের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাকারিয়া মাদানী” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আর্কাইভ দেখুন এখানে

ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় নির্যাতনকারী ঐ ব্যক্তির নাম সুলতান আহমেদ, জাকারিয়া মাদানী নয়।

৪ই মে ২০২১ তারিখে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে ঐ ব্যক্তিকে গ্রেফতারের পর বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় ব্যক্তিটির নাম সুলতান আহমেদ ও তিনি বংশাল এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী।

উল্লেখ্য, দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও ব্যক্তিটিকে সুলতান আহমেদ উল্লেখ করে সংবাদ প্রচারিত হয়েছে তবে জাকারিয়া মাদানী উল্লেখ করে মূলধারার কোন গণমাধ্যমে এধরণের কোন সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

যুগান্তরের “রিকশাচালককে মেরে অজ্ঞান করে ফেলার ভিডিও ভাইরাল, সেই নির্যাতনকারী আটক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

“রিকশার যাত্রী থামানোর চেষ্টা করলে তার দিকেও তেড়ে যান সুলতান” শিরোনামে জাগো নিউজ ২৪ এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

মূলত, ১৫ই নভেম্বর ২০২০ তারিখে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটিতে মাওলানা জাকারিয়া মাদানীকে সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ দেওয়া হয়, এ নিয়ে সময় নিউজের প্রকাশিত প্রতিবেদন দেখুনে এখানে। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে একই পদ মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়াকে দেওয়া হয়, এ নিয়ে যুগান্তরের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

সুতরাং, “রিকশাচালককে নির্যাতন করলো হেফাজতে ইসলামের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রিকশাচালককে নির্যাতন করলো হেফাজতে ইসলামের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাকারিয়া মাদানী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

নির্যাতনের ভিডিওটি মালয়েশিয়ার, নরসিংদীর নয়

“নরসিংদীতে কিস্তির টাকার জন্য অফিসে ডেকে নির্যাতন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায় ভিডিওর ঘটনাটি বাংলাদেশের নরসিংদীর নয় বরং মালয়েশিয়ার।

গত ২৯ এপ্রিল তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫৪ সেকেন্ডের এই ভিডিওটি প্রথম প্রচারিত হয় এবং মালয়েশিয়ার গণমাধ্যমগুলোতে ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। Free Malaysia Today এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

hmetro.com.my এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে জানিয়ে ডাং ওয়াঙ্গি পুলিশ প্রধান মালয়েশিয়ান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, Insaf নামের একটি ফেসবুক পেজ থেকে ঘটনাটি নরসিংদীর দাবী করে গতকাল রাত ৪.৪৪ মিনিটে পোস্ট করার পর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পেজটি তাদের ভিডিওর শিরোনাম পরিবর্তন করে দেয়।

AFFIX-20210505-201450

অর্থাৎ, মালয়েশিয়ার একটি ঘটনার ভিডিওকে নরসিংদীতে কিস্তির টাকার জন্য নির্যাতনের ঘটনা দাবি করা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

সুতরাং, “নরসিংদীতে কিস্তির টাকার জন্য অফিসে ডেকে এনে নির্যাতন” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নরসিংদীতে কিস্তির টাকার জন্য অফিসে ডেকে নির্যাতন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

FactCheck Requested By – Naimul Hassan Naim

মৃত ব্যক্তিটির শরীর পূর্বেই বাঁকা ছিলো, করোনার কারণে নয়

সম্প্রতি, “করোনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ছটফট করে মারা গেলো। মৃত্যুর সময় পাশে পায়নি আপনজনদের সহায়তা, তাই ছটফট করা অবস্থায় মৃত্যু, তার হাত, পা এবং মাথাটাও কেউ সোজা করেনি। এমন নির্মম মৃত্যু না চাইলে প্লিজ মাস্ক পড়ুন স্বাস্থ্যবিধি মানুন।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
rumorscanned-8811111

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ ব্যক্তির নাম খোরশেদ আলম এবং শারীরিক জটিলতার কারণে আগে থেকেই তার শরীর বাঁকা ছিলো।

মৃত খোরশেদ আলমের লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত্রেই তার ছেলে মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, গত ২৪ এপ্রিল তার বাবাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৬ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি পূর্বেই শারীরিক বিভিন্ন জটিলতায় তিনি বেশ কয়েকবার স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। এরপর ই তার ডান হাত ও ডান পা অবশ হয়ে পড়ে এবং কোমরও বাঁকা হয়ে যায়। এ প্রকাশিত ঢাকা পোস্ট এবং দৈনিক আমাদের সময়ের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

 

তিনি আরো জানান, তার বাবার মৃত্যুর সময় তিনি সহ পরিবারের আরো দুইজন সদস্য তার পাশেই ছিলেন।

অর্থাৎ, মৃত খোরশেদ আলম করোনা পজিটিভ থাকা অবস্থায় মারা গেলেও তার হাত-পা, মাথা, কোমর বাঁকা হওয়ার সাথে করোনার কোন সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির শারীরিক আকৃতির পরিবর্তন হওয়ার কোন তথ্য এখন পর্যন্ত কোথাও পাওয়া যায় নি।

সুতরাং, “করোনায় কুমেকে ছটফট করা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু, তার হাত, পা এবং মাথাটাও কেউ সোজা করেনি” শীর্ষক শিরোনাম প্রচারিত তথ্য ও ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: করোনায় কুমেকে এক রোগী ছটফট করে মারা গেলো, তার হাত,পা এবং মাথাটাও কেউ সোজা করেনি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]