India Is Doing It’ Video Will Hack Your Phone দাবীতে প্রচারিত বার্তাটি ভুয়া

সম্প্রতি, “India is going to start circulating a video on WhatsApp that shows how the Covid19 curve is flattening in India. The file is called “India is doing it”, please do not open it or see it, it hacks your phone in 10 seconds and it cannot be stopped in any way” এধরণের একটি বার্তা Messenger এবং What’s App ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়েছে।

AFFIX-20210507-185336

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানার বার্তাটিতে উল্লেখিত বিষয়গুলোর কোন সত্যতা খুঁজে পায়নি এবং ইন্ডিয়ায় প্রচারিত কোভিড-১৯ সম্পর্কিত এমন কোন ভিডিওর অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।

মূলত এই বার্তাটি গত বছরের অক্টোবর মাসে ভারতে প্রথম ছড়িয়েছিলো এবং বিষয়টি ভুয়া চিহ্নিত করে সেসময়ে ভারতের একাধিক গুজব শনাক্তকারী প্রতিষ্ঠান এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

Full Fact এর “WhatsApp messages about a video called “India is doing it” are a hoax” শিরোনামে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে।

The Quint এর “‘India Is Doing It’ Video Will Hack Your Phone? It’s a Hoax Msg!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।

Boom Live এর “Hoax Message Claims ‘India Is Doing It’ Video Will Hack Your Phone
শিরোনামে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনটি দেখুন এখানে।

উল্লেখ্য, এধরণের বার্তাগুলো সাধারণত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানুষকে বিভ্রান্ত ও আতংকিত করার জন্য ছড়ানো হয়।

রিউমর স্ক্যানার টিম পূর্বেও “আগামীকাল থেকে সব কল রেকর্ড করা হবে” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি গুজব শনাক্ত করেছে।

অর্থাৎ,”India Is Doing It’ Video Will Hack Your Phone” শীর্ষক বার্তাটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: India Is Doing It’ Video Will Hack Your Phone
  • Claimed By: Social Media
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img