আফগান-ইরান সীমান্তের বিস্ফোরণের দৃশ্যকে চীনের রকেটের দাবী করে ভুয়া ভিডিও প্রচার

সম্প্রতি “আলহামদুলিল্লাহ, চায়নার সেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আফগান-ইরান সীমান্তে বিস্ফোরণের ঘটনার, নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের নয়।

গত ১৩ই ফেব্রুয়ারি ২০২১ সালে আফগানিস্তানের ইরান সীমান্তের একটি স্থলবন্দরে ১০০টি তেল ট্যাংকারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও, Newyork Times, Khaleej Times, Gulf Today এর প্রকাশিত প্রতিবেদন দেখুন নিচেঃ

মূলত বিস্ফোরণের ঘটনার পুরোনো সেই ভিডিওকেই চীনের নিয়ন্ত্রণ হারানো রকেটের ভূপাতিত হওয়ার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের নিয়ন্ত্রণ হারানো রকেটটি আজ স্থানীয় সময় সকাল ০৮:২৪ মিনিটে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে এবং এটি মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে পড়েছে বলে চীনের গণমাধ্যম China Daily জানিয়েছে।

অর্থাৎ “চায়নার সেই নিয়ন্ত্রণ হারানো রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: চায়নার সেই নিয়ন্ত্রণ হারানো রকেট লিবিয়ার একটি ফাঁকা জায়গায় পড়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img