ছবিটি সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার নয়

সম্প্রতি “সোহরাওয়ার্দী উদ্যানে যে বৃক্ষ নিধন চলছে সেই বৃক্ষের ডালে বাসা বেধেছিলো একজোড়া সারস পাখি! গাছ কাটার ফলে মাটিতে পড়ে মৃত্যুর প্রহর গুনছে ছানাগুলো” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায় প্রচারিত ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।

২০১০ সালে মালায়লাম ভাষায় এই ছবিকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করে মাথরুভুমি বুকস থেকে লেখক জি নির্মালার লেখা একটি বই প্রকাশিত হয়েছিলো এবং ২০১৩ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন ব্লগ সাইটে ছবিটি প্রচার হয়ে আসছে, কেরালা বুক স্টোরে বইটি দেখুন এখানে।

২০১৩ সালের জুলাই মাসে ভেনেগাল ডট ব্লগস্পট ডট কমে এই ছবিটিকে দেখা যায়, দেখুন এখানে।

২০১৪ সালের ১ অক্টোবরে একটি ফেইসবুক পেইজেও ছবিটি ব্যবহার করে পোস্ট করা হয়েছিল, দেখুন নিচেঃ

সোনেলা ব্লগ নামের একটি বাংলা ব্লগিং সাইটেও ছবিটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিলো, দেখুন এখানে।

উল্লেখ্য, ছবিটির ফটোগ্রাফার ও ঘটনাস্থল সম্পর্কে ইন্টারনেটে কোন তথ্য পাওয়া যায় নি।

প্রসঙ্গত, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি এবং রেস্তোরাঁ, হাঁটার পথ, গাড়ি রাখার স্থান নির্মাণে মে মাস থেকে গাছ কাটা শুরু হয়েছে, এ নিয়ে প্রথম আলোর “সৌন্দর্য বাড়াতে’ কাটা হচ্ছে গাছ” প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

অর্থাৎ, “সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ফলে সেই গাছের নিচে পড়ে মৃত্যুর প্রহর গুনছে পাখিগুলো” শীর্ষক শিরোনামে প্রচারিত ছবিটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ফলে সেই গাছের নিচে পড়ে মৃত্যুর প্রহর গুনছে পাখিগুলো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

 

তথ্য সূত্র – 

  1. Kerala Book Store
  2. Vanangal

  3. Sonela Blog
  4. Thrissur Prakruthi Samrakshana Samithi

 

আরও পড়ুন

spot_img