সম্প্রতি “এটিএম বুথে সন্ত্রাসীদের মুখোমুখি হলে কথা কাটাকাটি না করে কৌশলে পিনটি উলটো করে বলুন, এতে আপনার টাকা বের হয়ে আটকে যাবে এবং পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাবে যে আপনি বিপদগ্রস্ত” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট এবং উক্ত ভুয়া তথ্যটি এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে।
ফেডারেল ট্রেড কমিশন কর্তৃক ২০১০ সালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় “জরুরী পরিস্থিতিতে উলটো পিন পদ্ধতি এটিএম’এ কখনো স্থাপন করা হয়নি”।
এছাড়াও ২০১৯ সালে আন্তর্জাতিক এটিএম প্রস্ততকারক প্রতিষ্ঠান ‘Diebold Nixdorf’ জানায় তাদের কাছে এই পদ্ধতিতে কাজ করা এমন কোন এটিএম মেশিন নেই।
এছাড়াও বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান পূর্বেই বিষয়টিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। আফ্রিকা চেক, এএফপি এর ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
প্রাযুক্তিকভাবে ব্যাখ্যা করলেও যারা Palindromic PIN (যেমনঃ 2112, 6996, 5555) ব্যবহার করেন তাদের ক্ষেত্রে উলটো পিন পদ্ধতি অকার্যকর।
অর্থাৎ, এটিএম বুথে বিপদে পড়লে পিন উলটো করে দিলে পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাওয়ার দাবিটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এটিএম বুথে বিপদে পড়লে পিন উলটো করে দিলে পুলিশ কন্ট্রোল রুমে সিগনাল চলে যাবে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]