দেশীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের 2021 PDC গ্রহাণু’টি কাল্পনিক

“ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও” শীর্ষক শিরোনামে একটি সংবাদ গত ৪ ও ৫ই মে তারিখে জাগো নিউজ, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভি সহ আরো কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত হয় এবং সর্বশেষ ৬ই মে ডিবিসি নিউজ টেলিভিশনে প্রচারিত হয়, আর্কাইভ দেখুন এখানে। পরবর্তীতে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও ছড়িয়ে পড়ে, আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

যুগান্তরের “ধেয়ে আসছে বিশাল গ্রহাণু” শিরোনামে প্রতিবেদনটি দেখুন এখানে।

বাংলাদেশ প্রতিদিন এর “পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে। 

প্রতিবেদনটি দেখুন এখানে

 

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে গণমাধ্যমে উল্লেখিত “2021 PDC” নামের গ্রহাণু টি সম্পূর্ণ কাল্পনিক অর্থাৎ বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই।

মূলত, International Academy of Astronautics প্রতি দুই বছর পর পর একটি কনফারেন্স আয়োজন করে, পৃথিবীতে কোনো বিপদ আসলে সেটা কিভাবে মোকাবেলা করা হবে এ বিষয়ে আলোচনা করে। ২০২১ সালে ২৬-৩০ এপ্রিল অনলাইনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং সেখানে উদাহরণ স্বরুপ “2021 PDC” নামের এই কাল্পনিক গ্রহাণুর আক্রমন দেখানো হয়।

উদাহরণ হিসেবে “যদি এটা ইউরোপে আগামী আগস্ট মাসে আছড়ে পড়ে এবং বিজ্ঞানীরা ২৬শে এপ্রিল তথ্যটা জানতে পারেন, তবে পৃথিবীকে রক্ষার জন্য কি কি টেকনোলজি আছে তা নিয়ে সেখানে আলোচনা করা হয়। এ নিয়ে ডেইলি মেইল এবং বিজনেস ইনসাইডারের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

এছাড়াও একই বিষয় নিয়ে স্পেস ডট কম এবং ইয়াহু নিউজের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

উল্লেখ্য, “২০২১ পিডিসি” সম্পূর্ণ কাল্পনিক একটি গ্রহাণু এবং এমার্জেন্সি রেসপন্স টিমের কার্যকারিতা দেখার জন্য এই “২০২১ পিডিসি”র উদাহরন দেয়া হয়েছিলো।

অর্থাৎ, “ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, ঠেকাতে ব্যর্থ হতে পারে পরমাণু বোমাও
  • Claimed By: News Portal, YouTube
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র –

  1. Mission IMPOSSIBLE: NASA warns even a nuclear bomb wouldn’t stop a giant asteroid heading for Earth after massive six month simulation exercise ends in devastating impact
  2. In a NASA simulation of an asteroid impact, scientists concluded they couldn’t stop a space rock from decimating Europe

  3. How did you spend your week? NASA pretended to crash an asteroid into Earth.
  4. NASA simulated an asteroid headed for Earth and has bad news for us

 

FactCheck By – Jahirul Islam

আরও পড়ুন

spot_img