গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বসম্মতিক্রমে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ ১৫ বছর পর গত ০৬ আগস্ট মুক্তি পাওয়ার ভিডিও নয় বরং গত পাঁচ মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গুলশানে তার বাড়িতে ফেরার দৃশ্য এটি।
অনুসন্ধানের গণমাধ্যম সময় টিভির গত ১১ জানুয়ারি প্রকাশিত ‘বাসায় ফিরেই ভাগ্নের মেয়েক জড়িয়ে ধরলেন বেগম জিয়া’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। একইদিনে ‘হাসিমুখে ঘরে ফিরলেন খালেদা জিয়া’ শিরোনামে সময় টিভির একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ২০২৩ সালের ০৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে থাকার পর চলতি বছরের ১১ জানুয়ারি তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়। প্রচারিত ভিডিওটি সে সময়ের।
Screenshot collage: Rumor Scanner
উল্লেখ্য, গত ০৬ আগস্ট মুক্তি পেলেও খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালেই ছিলেন। পরবর্তীতে, তিনি গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানে বাসায় ফিরেছেন। ঐসময়ে খালেদা জিয়া বাসায় ফেরার দৃশ্যের সাথেও প্রচারিত ভিডিওটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, দীর্ঘ ১৫ বছর পর খালেদা জিয়ার জেল থেকে মুক্তির দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ঘোষণা দাবিতে আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের কিস্তি না দেওয়া প্রসঙ্গে কোনো ঘোষণা দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে গ্রামীন ব্যাংকের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয়,মিরপুর-২ এর সাথে যোগাযোগ করা হলে তারা রিউমর স্ক্যানারকে জানান, এমন কোনো সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা ঘোষণা দিয়েছেন মর্মে কোনো সংবাদ বা খবর পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস এর ঘোষণা দাবিতে আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা শীর্ষক তথ্যটি মিথ্যা।
গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন। সম্প্রতি, এক ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ৫০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ৭১ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা জানানোর নয় বরং গত জানুয়ারির ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে গত ০৭ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়।
Screenshot collage: Rumor Scanner
একইদিনে আরেক ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলেও একই রকমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওগুলো থেকে জানা যায়, গত ০৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। এছাড়াও, বিভিন্ন সময়ে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় ভারতকে ধন্যবাদ জানান। প্রচারিত ভিডিওটি সে সময়ের।
সুতরাং, ভিডিও বার্তায় শেখ হাসিনা আবার দেশে ফিরে আসার কথা জানানোর দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণের জন্য দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ কর্মবিরতি ঘোষণা করলে সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও ট্রাফিক নিয়ন্ত্রণসহ বাজার পর্যবেক্ষণের মতো কাজ করে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নির্ধারণ করে দিয়েছে শীর্ষক দাবিতে একটি তালিকা ফেসবুকে প্রচার করা হয়েছে এবং কোনো বিক্রেতা এই তালিকা না মানলে সেনাবাহিনী বা শিক্ষার্থীদের সাথে যোগাযোগের কথা বলা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের নির্ধারিত মূল্যের এমন কোনো তালিকা প্রকাশ করা হয়নি বরং, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সরকারের নাম ও লোগো ব্যবহার করে ভিত্তিহীনভাবে উক্ত তালিকা প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেশের মূল ধারার গণমাধ্যম আজকের পত্রিকার গত ১০ আগস্ট প্রকাশিত ‘সামাজিক মাধ্যমে ভইরাল দ্রব্যমূল্যের তালিকা সরকারের নয়: ভোক্তা অধিকার’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। এছাড়াও, গত ১০ আগস্ট জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রচারিত তালিকাটি সরকার কর্তৃক নির্ধারিত নয় বলে জানান।
এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ফেসবুক পেজে গত ১০ আগস্ট ‘সেনাবাহিনীর পক্ষ থেকে কোন বাজার মূল্য সাবমিট করা হয়নি’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। উক্ত ভিডিওতে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী এমন কোনো বাজার মূল্য তালিকা প্রকাশ করেনি এবং অনেকে সুযোগ নিয়ে সেনাবাহিনীর নামে বিভিন্ন বিভ্রান্তির চেষ্টা করছে।
Screenshot collage: Rumor Scanner
সুতরাং, বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নির্ধারণ করে দিয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত তালিকাটি সম্পূর্ণ মিথ্যা।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধকোটির বেশি মানুষ। সরকারী হিসেবেই এখন পর্যন্ত ৩১ জন মানুষের মৃত্যুর তথ্য জানা গেছে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একযোগে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। সাহায্যের ও উদ্ধারের হাত বাড়িয়ে অনেকে নিজেরাই পৌঁছে গেছেন বন্যার্তদের দোয়ারে। তবে, এই সংকটময় মুহূর্তেও গুজবের ছড়াছড়ি থেমে নেই।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গুজব ছড়ানোর একাধিক ঘটনা সামনে এসেছে। এই গুজবগুলোর সবগুলোই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর বন্যার্তদের সহায়তা কার্যক্রম কেন্দ্রিক।
ছড়ানো গুজবগুলোর ধরণ হলো— অন্য অরাজনৈতিক প্রতিষ্ঠান বা পারিবারিক পর্যায়ের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের ছবি ও ভিডিও নিজেদের বলে প্রচার করা। গত ২৪ আগস্ট এমন ১০ টি গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। এরই ধারাবাহিকতায় নতুন করে এমন আরও ০৫ টি গুজবের সন্ধান পেয়েছে রিউমর স্ক্যানার টিম।
এই পাঁচটি গুজবের মধ্যে সবকটিই সরাসরি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে। নিচে এসব গুজবের সত্যতা যাচাই করে বিস্তারিত তুলে ধরা হলো:
বন্যায় আওয়ামী লীগের গুজব -১
দাবি: জীবনের ঝুঁকি নিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার করছেন ছাত্রলীগ কর্মী।
উল্লেখ্য, উক্ত দাবিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করার পর পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়৷
Claim Screenshot : Rumor Scanner
তবে, ইতোমধ্যেই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত দাবিতে প্রচারিত এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট: উদ্ধারকার্যের ভিডিওটি শতাব্দী ক্লাব নামের একটি অরাজনৈতিক সংগঠনের এবং উদ্ধারকারী এই ব্যক্তি উক্ত সংগঠনের সদস্য হিসেবেই উদ্ধারকার্যে অংশগ্রহণ করেছেন। উত্তর নালাপাড়া শতাব্দী ক্লাবের সদস্যরা চট্টগ্রামের ফটিকছড়ি এবং ফেনীতে বন্যায় প্লাবিত ও বিপদগ্রস্থ জনসাধারন কে উদ্ধারকালীন সময়ে ভিডিওটি ধারণ করা হয় যা গত ২৩ আগস্ট তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরো কিছু ভিডিও এর সাথে প্রচার করা হয়।
দাবি: বন্যা কবলিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মীরসরাই উপজেলা ছাত্রলীগ।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট: অদম্য যুব সংঘ নামে মিরসরাইয়ের একটি সামাজিক সংগঠনের রেস্কিউ টিমের উদ্যোগকে ছাত্রলীগের নেওয়া উদ্যোগ বলে প্রচার করছে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ।
দাবি: নোয়াখালী বেগমগঞ্জ ১৬ নং কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান জনাব সালাউদ্দিন এর উদ্যোগে অত্র ইউনিয়নের রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নানারকম সাহায্য, খাদ্য ও আশ্রয় দেওয়া হয়।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট: বন্যা কবলিতদের জন্য নেওয়া উদ্যোগগুলো উল্লিখিত আওয়ামীলীগ কর্মী নেননি। উল্লিখিত আওয়ামী লীগ কর্মী সহযোগিতা করলেও উক্ত উদ্যোগের মূল কৃতিত্ব তার ইউনিয়নের নানা সামাজিক সংগঠনের। এ বিষয়ে উল্লিখিত আওয়ামীলীগ কর্মী ও ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন নিজেই দৃঢ়তার সাথে জানান যে, বর্তমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সম্পূর্ণ কৃতিত্ব তার ইউনিয়নের সামাজিক সংগঠন প্রচেষ্টার বাতিঘর, শান্তি সংঘ ব্লাড ফাউন্ডেশন, সেইফ লাইফ ব্লাড ফাউন্ডেশন, প্রবাসী মানব কল্যাণ সংস্থা, যুব সমাজ, বিভিন্ন ফাউন্ডেশন ও বিত্তবান পরিবার গুলোর। এখানে তিনি একজন সহযোগী মাত্র। এবং আওয়ামীলীগের এরূপ দাবিকে দুঃখজনক ও বিভ্রান্তিকর বলেও এ বিষয়ে তিনি তার উক্ত ফেসবুক পোস্টে উল্লেখ করেন। তাছাড়া উক্ত একই পোস্টে স্থানীয় এমপি কর্তৃক তার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
দাবি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান নিরব এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট: উক্ত ত্রাণ আজিজুর রহমান নিরব ও তার আত্মীয় এর পারিবারিক উদ্যোগে বিতরণ করা হয়৷ এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই। উল্লিখিত আজিজুর রহমান নিরব এ বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানান, “আমি আজিজুর রহমান নিরব একজন সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের উদ্ধেগে আমাদের সেনবাগ উপজেলা ত্রান বিতরণ করতেছি কিন্তু আমরা আওয়ামী লীগের বা কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না। বরাবরই ওরা সাধারণ মানুষের ভিডিও ব্যবহার করে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। বি:দ্র: যদি প্রমান লাগে আমি প্রমান দিতে পারবো।”
তাছাড়া, এ বিষয়ে আজিজুর রহমান নিরবের আত্মীয় মাহমুদুর রহমান মারুফ আওয়ামী লীগের উক্ত পোস্টটি শেয়ার করে জানান, “আমাদের পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরণকে আওয়ামী লীগের বলে প্রচার করা হচ্ছে। আমরা আওয়ামী লীগ,ছাত্রলীগ এবং কোন রাজনৈতিক সংগঠন/দলের সাথে সম্পর্কিত না।”
দাবি: বন্যা কবলিত ও নিজ এলাকার মানুষের জন্য চৌমুহনী পৌরসভা ও চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রলীগ নেতা মো: নাহিদ এর উদ্যোগে ত্রাণ বিতরন।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার অন্তর্গত করিমপুরের ৪ নং ওয়ার্ডের মানুষজন নিজ উদ্যোগে বন্যায় দুর্গতদের সাহায্য করেন। এসময়ে ধারণকৃত ছবি আওয়ামী লীগ নিজেদের উদ্যোগ দাবিতে প্রচার করে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আমেরিকায় গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত মার্চ মাসের ভিডিওকে সম্পাদনা করে খন্ডিত অংশ জোড়া লাগিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চলন্ত গাড়িতে আমেরিকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, “বিদেশে এসেও যে এসব চিন্তা শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়েই যাইতে হবে। আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। এবং আরও বলেন, গতকাল বিকেলে নিউইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগ্নের গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মায়ের বাসায়। অনেকগুলো মেসেজ পাইছি বাংলাদেশ থেকে, যদিও এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম না , কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়, এটা আসলে আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাই যে এটা বন্ধ করতে হবে, এটা যদি বন্ধ না করেন অনেক মানুষের অনেক নির্যাতন ও অনেক কষ্ট হয়।”
ভিডিওটিতে ব্যারিস্টার সুমন রমজান মাসে মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতার নেওয়া বন্ধের অনুরোধ জানিয়ে আমেরিকা থেকে বলেন, অনেকেই সামাজিকতা রক্ষার্থে কষ্ট করে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার দেন কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যিনি দেন তিনি লজ্জায় কিছু বলতে না পারলেও তার কষ্ট হয়। এবং তিনি চুনারুঘাট মাধবপুরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জনিয়ে বলেন, আপনারা মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার আনবেন না। ভিডিওতে তিনি নিজের শ্বশুরবাড়ি থেকে ইফতার নেওয়া বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেন।
এই ভিডিও’র সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। মূলত, এই ভিডিওর ভিন্ন ভিন্ন ক্লিপ নিয়ে আগে পরে জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সরকার পতনের পর আমেরিকায় গিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজের ভুল স্বীকার করেছেন শীর্ষক দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে ; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Barrister Syed Sayedul Haque Suman: Facebook Video
গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ড. ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বিগত সরকারের গোপন বন্দিশালা কথিত ‘আয়নাঘর’ নিয়ে দেশব্যাপী নানা আলোচনা সমালোচনা চলছে। কথিত ‘আয়নাঘর’ থেকে বেশ কয়েকজন ব্যক্তির মুক্তির সংবাদও এসেছে গণমাধ্যমে। এরই প্রেক্ষিতে ‘আয়নাঘর’ থেকে ফিরে এসে বাবা-ছেলের কান্নার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) টর্চার সেল কথিত ‘আয়নাঘর’ থেকে বের হয়ে বাবা-ছেলের কান্নার দৃশ্যের নয় বরং এটি ভুল চিকিৎসায় মারা যাওয়া নারীর বিচার পেয়ে বাবা-ছেলের আবেগঘন মূহুর্তের ভিডিও।
আলোচিত ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে Md Amit Hasan নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্টে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।
Video Comparison: Rumor Scanner
মো. অমিত হাসান উক্ত পোস্টে আব্দুল্লাহ আল মারুফ জিয়াম নামক ব্যক্তিকে ট্যাগ করে জানান, এ যেন এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার না। আমার স্কুলের ছোট ভাই আব্দুল্লাহ আল মারুফ জিয়াম এর মা রংপুর মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় মারা যায়। পরবর্তীতে অনেকবার আন্দোলন করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মেডিকেল কর্তৃপক্ষ পরিচালকসহ দোষীদের পদত্যাগ এবং শাস্তির আওতায় নিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন আজকে রাতের মধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আর এই আবেগঘন মূহুর্তে বাবা ও ছেলে কান্না করেন।
গত ১২ আগস্ট আব্দুল্লাহ আল মারুফ জিয়াম তার ফেসবুক অ্যাকাউন্টে তার নিজস্ব পেজের একটি ভিডিও (আর্কাইভ) শেয়ার করে লিখেন, “ভিডিও তে আমি আর আমার বাবা। আমি অন্যায় এর বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করেছি। একা সম্ভব ছিল না। যারা আমার পাশে ছিলেন সবার কাছে আমি ও আমার পরিবার সারাজীবন ঋণী থাকবো। আল্লাহ সবাই কে ভালো রাখুক সুস্থ রাখুক। সবাই আমার মায়ের জন্যে দোয়া করবেন।”
এছাড়া, আব্দুল্লাহ আল মারুফ জিয়াম তার নিজস্ব ফেসবুকে পেজে একটি ভিডিও (আর্কাইভ) প্রকাশ করে নিশ্চিত করেন, তিনি ‘আয়নাঘর’ থেকে ফিরে আসেননি। বাবার সাথে তার আলিঙ্গনের ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ১০ জুলাই ঢাকার একটি হাসপাতালে ফাতেমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসা পরবর্তী সময়ে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এর বিচার দাবিতে কর্মসূচী পালন করেন।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) টর্চাল সেল কথিত ‘আয়নাঘর’ থেকে ফিরে এসে বাবা-ছেলের কান্নার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
সম্প্রতি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের বিষয়টিকে জোরপূর্বক দাবি করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং সেনাবাহিনীর একটি গাড়িতে আগুনও দেওয়া হয়। সেদিন রাতেই সরকারি স্থাপনা ও জনসাধারণের সুরক্ষার জন্যে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সেদিন রাতে সেনাবাহিনী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। এর প্রেক্ষিতে সম্প্রতি সেনা সদস্যদের একটি নাচের ভিডিও ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার পর ধারণ করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জের দৃশ্য দাবিতে প্রচারিত সেনা সদস্যদের নাচের ভিডিওটি গোপালগঞ্জ বা সাম্প্রতিক সময়েরও নয় বরং, অন্তত সাত বছর পূর্বে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে 10 minute Entertainment নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর BD ARMY Dance..Best of All শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওতে থাকা OnePlus Nord CE 2 এবং ১১ আগস্টের ওয়াটার মার্কাটি ভিডিওটিতে দেখতে পাওয়া যায়নি।
Video Comparison by Rumor Scanner
এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Dailymotion এ-ও ২০১৭ সালের ১৩ নভেম্বর একই ভিডিও প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের ঘটনারও বেশ আগে থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় OnePlus Nord CE 2 এবং ১১ আগস্টের ওয়াটার মার্ক যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, গোপালগঞ্জে সেনাবাহিনীর নাচের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তিনি প্রথম কর্মদিবসে এক বক্তব্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুপস্থিত থাকায় অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কাউকে নিযোগ দেয়া যায় কি-না এই বিষয়ে বিসিবির পরিচালকদের কাছে জানতে চেয়েছেন বলে জানান। এরই প্রেক্ষিতে, এক ভিডিও বার্তায় নাজমুল হাসান পাপনকে ছাড়া বোর্ড চলবে না ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘স্যার’ সম্বোধন করতে পারবেন না বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের খেলোয়াড় তামিম ইকবাল জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ১০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ০১ লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেননি বরং প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
অনুসন্ধানে তামিম ইকবালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ০১ সেপ্টেম্বর ‘I will be unavailable for T20 World Cup’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির বেশ কিছু অংশ মিলে যায়।
একইদিনে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত ভিডিও খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একই সময়ে উক্ত বিষয়ে প্রথম সারির গণমাধ্যম এনটিভি’র একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, দীর্ঘদিন দলের বাইরে থাকা ও অনুশীলনের ঘাটতির জন্য তামিম বিশ্বকাপ দলে থাকতে চাননি। প্রচারিত ভিডিওটি তখনকার সময়ের।
উল্লেখ্য, নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ।
সুতরাং, তামিম ইকবাল সম্প্রতি পাপন ভাই ছাড়া বোর্ড চলবে না। কোন পিচ্চিকে স্যার বলতে পারব না। শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ক্লিপ ও ছবিতে ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সত্ত্বাধিকারী নাফিসা কামালকে একসাথে সময় কাটাতে দেখা যায়। যা নিয়ে নেটিজেনরা আলোচনা সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে, “বিবাহ বিচ্ছেদ হচ্ছে আলোচিত যুগল সাকিব আল হাসান ও শিশির দম্পতির” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম সময় টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “বিবাহ বিচ্ছেদ হচ্ছে আলোচিত যুগল সাকিব আল হাসান ও শিশির দম্পতির” শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সময় টিভির ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ফটোকার্ডটি প্রকশের তারিখ গত ৯ আগস্ট তারিখ উল্লেখ করা।
পরবর্তীতে সময় টিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সময় টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের ডিজাইন ফন্টের পার্থক্যও রয়েছে।
Photocard Comparison: Rumor Scanner
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য দেশীয় কিংবা আন্তর্জাতিক অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “বিবাহ বিচ্ছেদ হচ্ছে আলোচিত যুগল সাকিব আল হাসান ও শিশির দম্পতির” শীর্ষক তথ্য বা শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।