মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

গোপালগঞ্জে সেনা সদস্যদের উল্লাসের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার 

সম্প্রতি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের বিষয়টিকে জোরপূর্বক দাবি করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং সেনাবাহিনীর একটি গাড়িতে আগুনও দেওয়া হয়। সেদিন রাতেই সরকারি স্থাপনা ও জনসাধারণের সুরক্ষার জন্যে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সেদিন রাতে সেনাবাহিনী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। এর প্রেক্ষিতে সম্প্রতি সেনা সদস্যদের একটি নাচের ভিডিও ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার পর ধারণ করা হয়েছে। 

গোপালগঞ্জে সেনা সদস্যদের

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গোপালগঞ্জের দৃশ্য দাবিতে প্রচারিত সেনা সদস্যদের নাচের ভিডিওটি গোপালগঞ্জ বা সাম্প্রতিক সময়েরও নয় বরং, অন্তত সাত বছর পূর্বে থেকেই ভিডিওটি ইন্টারনেটে রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে 10 minute Entertainment নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর BD ARMY Dance..Best of All শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর  মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওতে থাকা OnePlus Nord CE 2 এবং ১১ আগস্টের ওয়াটার মার্কাটি ভিডিওটিতে দেখতে পাওয়া যায়নি। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম Dailymotion এ-ও ২০১৭ সালের ১৩ নভেম্বর একই ভিডিও প্রচার হতে দেখা যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের ঘটনারও বেশ আগে থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় OnePlus Nord CE 2 এবং ১১ আগস্টের ওয়াটার মার্ক যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, গোপালগঞ্জে সেনাবাহিনীর নাচের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img