বাংলাদেশে ইসকন সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনা দাবিতে ভারতের সাজানো ভিডিও প্রচার  

সম্প্রতি, ‘গনধর্ষণ করে মেয়েটা অচেন হয়ে রইছে আর উ’গ্রবাদী ই*সকন মা’লুরা (হি’ন্দু) আনন্দ করছে। আগামী এক সপ্তাহ আমাদের মা বোন নিরাপদ নয়। প্রশাসন ইসলাম ও মুসলিমদের পক্ষে না। পারলে তাঁরা ধর্ষণ করছে।’’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার সংগঠন ইসকন সদস্যদের কর্তৃক নারীকে ধর্ষণের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ভারতের স্ক্রিপ্টেড ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা জলছাপের সূত্র ধরে ‘ajayshing0021’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওটি পর্যবেক্ষণ করে, এতে কথিত ধর্ষণের শিকার ব্যক্তিকে হাসতে দেখা যায়। 

ভিডিওর নিচের অংশের জলছাপে ভারতের ব্যঙ্গালোর নামক স্থানের নাম উল্লেখ পাওয়া যায়। উক্ত ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে বোঝা যায় তিনি ভারতের বাসিন্দা।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে, ‘ray______ji_deepak__’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ভিডিওতে নারী রুপে থাকা ব্যক্তি আসলে পুরুষ এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের ছবিও যুক্ত করা হয়।  

পরবর্তীতে, উক্ত ব্যক্তিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পর্যবেক্ষণ করে বিভিন্ন ভিডিওতে একই ব্যক্তিদের (, , ) উপস্থিতি দেখা যায়। এই কনটেন্টগুলো বিশ্লেষণ এবং উল্লেখিত তথ্যপ্রমাণ থেকে এটি প্রতীয়মান হয়ে যে আলোচিত ভিডিও বাস্তব কোনো ঘটনার নয়। এটি একটি সাজানো ভিডিও।

সুতরাং, ভারতে ধারণকৃত সাজানো ভিডিওকে বাংলাদেশ ইসকন সদস্য কর্তৃক এক নারীকে ধর্ষণের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img