সম্প্রতি, ‘বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে: শিশির মনির’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য আইনজীবী শিশির মনির করেননি এবং কালের কণ্ঠও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি করে পর্যবেক্ষনে দেখা যায়, এটি কালের কণ্ঠের লোগো এবং তারিখ হিসেবে ৩০ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে উল্লিখিত ফটোকার্ডটির অস্তিত্ব মেলেনি। এছাড়া, সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, শিশির মনিরের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ২৮ অক্টোবর কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ পাওয়া যায়। ১১ মিনিট ২৫ সেকেন্ডের লাইভে শিশির মনিরকে বলতে শোনা যায়, যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন, বিরাট ব্যাপার। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউজেরও প্রধান, তিনি সরকারেও প্রধান। সবই গণভবনে। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন, তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না।…
একই ভিডিও এটিএন বাংলার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করতে দেখা যায়।
অর্থাৎ, শিশির মনির ভিন্ন কথা বলেছেন।
সুতরাং, শিশির মনিরকে উদ্ধৃত করে ‘বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- Youtube Channel
- Shishir Manir- Facebook Account
- Kaler Kantho- Facebook Live
- ATN Bangla- Youtube Video





