গুলিস্তানে আবাসিক হোটেলে বোমা হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, গুলিস্তানের একটি আবাসিক হোটেলে জঙ্গি হামলা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গুলিস্তানের আবাসিক হোটেলে বোমা হামলার কোনো দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের স’ মিলে আগুন লাগে। সেই ঘটনার দৃশ্য এটি।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Muhammad Muzzammill’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২১ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

পোস্টে দাবি করা হয়, খিলগাঁওয়ে তলতলা মার্কেটের পাশে আগুন লেগেছে। সেই দৃশ্য এটি। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশের একটি স’ মিলে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুইটি স’ মিল ও অন্তত ২০টি দোকান পুড়ে গিয়েছিল।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে খিলগাঁও তালতলা মার্কেটের দূরত্ব ৬ কিলোমিটারের বেশি।

সুতরাং, গত ফেব্রুয়ারিতে খিলগাঁওয়ে আগুন লাগার ভিডিওকে সম্প্রতি গুলিস্তানের আবাসিক হোটেলে বোমা হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img