গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তিনি প্রথম কর্মদিবসে এক বক্তব্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুপস্থিত থাকায় অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কাউকে নিযোগ দেয়া যায় কি-না এই বিষয়ে বিসিবির পরিচালকদের কাছে জানতে চেয়েছেন বলে জানান। এরই প্রেক্ষিতে, এক ভিডিও বার্তায় নাজমুল হাসান পাপনকে ছাড়া বোর্ড চলবে না ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘স্যার’ সম্বোধন করতে পারবেন না বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের খেলোয়াড় তামিম ইকবাল জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ১০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ০১ লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেননি বরং প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
অনুসন্ধানে তামিম ইকবালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ০১ সেপ্টেম্বর ‘I will be unavailable for T20 World Cup’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির বেশ কিছু অংশ মিলে যায়।
একইদিনে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত ভিডিও খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একই সময়ে উক্ত বিষয়ে প্রথম সারির গণমাধ্যম এনটিভি’র একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, দীর্ঘদিন দলের বাইরে থাকা ও অনুশীলনের ঘাটতির জন্য তামিম বিশ্বকাপ দলে থাকতে চাননি। প্রচারিত ভিডিওটি তখনকার সময়ের।
উল্লেখ্য, নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ।
সুতরাং, তামিম ইকবাল সম্প্রতি পাপন ভাই ছাড়া বোর্ড চলবে না। কোন পিচ্চিকে স্যার বলতে পারব না। শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tamim Iqbal: YouTube Video
- Tamim Iqbal: Facebook Post
- NTV: টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন না তামিম ইকবাল
- Rumor Scanner’s Own Research