শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়েছেন। সম্প্রতি, এক ভিডিও বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।

শেখ হাসিনা

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ৫০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ৭১ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা জানানোর নয় বরং গত জানুয়ারির ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে গত ০৭ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়।

Screenshot collage: Rumor Scanner

একইদিনে আরেক ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলেও একই রকমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওগুলো থেকে জানা যায়, গত ০৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। এছাড়াও, বিভিন্ন সময়ে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় ভারতকে ধন্যবাদ জানান। প্রচারিত ভিডিওটি সে সময়ের। 

সুতরাং, ভিডিও বার্তায় শেখ হাসিনা আবার দেশে ফিরে আসার কথা জানানোর দৃশ্য  দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img