শেখ হাসিনাকে নিয়ে স্লোগানের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২২ সালের

গত ২৩ জুলাই “আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১১ হাজারেরও অধিক বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে হওয়া আওয়ামী লীগের কোনো কর্মসূচির  নয় বরং এটি ২০২২ সালের ৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির ইডেন কলেজ শাখা নেতা-কর্মীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়ে দেওয়া স্লোগানের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘rj dolon’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয় ভিডিওতে স্লোগানরত তরুণীরা ইডেন কলেজের।

Claim video analysis: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে স্লোগান দিতে দেখা যায়। যিনি বর্তমানে কারাগারে আছেন।

উক্ত ভিডিওতে থাকা একটি ব্যানারে ৭৪তম লেখা দেখতে পাওয়া যায়। এসব তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২২ সালের ৪ জানুয়ারি ‘ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ৪ জানুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৫দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

অর্থাৎ, প্রচারিত স্লোগানের ভিডিওটি ইডেন কলেজ ছাত্রলীগের এবং এটি ২০২২ সালের ৪ জানুয়ারির ঘটনা। 

সুতরাং, ২০২২ সালে ইডেন কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের শেখ হাসিনাকে নিয়ে স্লোগানের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img