সম্প্রতি KFC Fans নামের একাধিক ফেসবুক পেজের (১, ২, ৩, ৪, ৫) পোস্টে দাবি করা হয়, “কেএফসির ৭৪তম জন্মদিন উদযাপনের জন্য ১০ আগস্ট পর্যন্ত ‘শুভ জন্মদিন’ টেক্সট করলে যে কেউ বিনামূল্যে খাবার ভাউচার পাঠানো হবে। প্রতিটি ভাউচার ব্যবহার করে যেকোনো KFC রেস্তোরাঁয় পাঁচটি বিনামূল্যে মুরগির মাংস পাওয়া যাবে! নগদ টাকা এবং একটি গাড়ি।”

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
এখানে উল্লিখিত এ সংক্রান্ত পোস্টগুলো সাড়ে ৩৭ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে।
একই নামের আরেকটি পেজে স্প্যানিশ ভাষাতেও একই প্রচারণা চালাতে দেখা গেছে। দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কেএফসির কথিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুপনের মাধ্যমে সবাইকে বিনামূল্যে খাবার ভাউচার, নগদ টাকা, গাড়ি ইত্যাদি উপহার দেওয়ার কোনো অফার কেএফসি দেয়নি, বরং ভুয়া একাধিক পেজ থেকে এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো যে ফেসবুক পেজগুলো থেকে দেওয়া হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ৪-৬ আগস্টের মধ্যে এসব পেজ খোলা হয়েছে এবং এসব পেজে উক্ত অফারের পোস্ট ব্যতিত অন্য কোনো পোস্টও নেই।
এ সংক্রান্ত ভাইরাল একটি পোস্টের কমেন্টে পোস্টের নির্দেশনা অনুযায়ী রিউমর স্ক্যানার টিমের একজন সদস্য ‘শুভ জন্মদিন’ লিখে কমেন্ট করার পরপরই উক্ত সদস্যকে পেজটি থেকে একটি মেসেজ পাঠানো হয় ইনবক্সে যাতে লেখা রয়েছে, “👋হ্যালো ____ অংশগ্রহণের জন্য ধন্যবাদ এবং আপনি কোন শহরে থাকেন তা আমাদের জানান🎁🎁🎂💰💵!!” পরবর্তীতে একটি শহরের নাম বলা হলে ফিরতি মেসেজে জানানো হয়, “👋হ্যালো পুরস্কার পাওয়ার প্রধান শর্ত হল অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমাদের পোস্টটি আপনার ১০-১৫টি ফেসবুক গ্রুপে শেয়ার করুন। আমরা আপনাকে আমাদের পোস্টটি শেয়ার করার জন্য ১৫ মিনিট সময় দেব। শেয়ার করা শেষ করার পরে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করা পর্যন্ত অপেক্ষা করুন কারণ আমাদের টিম আপনার কতগুলি শেয়ার আছে তা পরীক্ষা করবে। এখনই শেয়ার করুন!🎁🎁🎁🎂💰💵!!” এরপর এটি করা হয়েছে বলা হলেও এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কোনো ফিরতি মেসেজ আসেনি।
পরবর্তী অনুসন্ধানে কেএফসির অফিসিয়াল ফেসবুক পেজে এ ধরনের কোনো অফারের খবর পাওয়া যায়নি।
এছাড়া, কেএফসির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কেএফসি প্রতিষ্ঠিত হয়েছিল ২০ মার্চ ১৯৩০ সালে, যুক্তরাষ্ট্রের কেন্টাকির নর্থ করবিন এলাকায় “Sanders Court & Café” নামে। প্রথম ফ্র্যাঞ্চাইজি চালু হয়েছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫২ সালে, উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক কাউন্টিতে। অর্থাৎ চলতি আগস্টে কেএফসি চালু হয়নি। তাই আগস্টে এ সংক্রান্ত বিশেষ কোনো অফার দেওয়া দাবিটিও অবান্তর।
গত ডিসেম্বরেও সমজাতীয় দাবি কেএফসির ৭৩তম জন্মদিন উল্লেখ করে প্রচার করা হয়েছিল। তখন এ বিষয়ে KFC Bangladesh এর ভেরিফাইড ফেসবুক পেজে যোগাযোগ করা হলে তারাও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করে যে, এ ধরণের কোন অফার তারা দেয়নি।
সুতরাং, কেএফসির কথিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুপনের মাধ্যমে সবাইকে বিনামূল্যে খাবার ভাউচার, নগদ টাকা, গাড়ি ইত্যাদি উপহার দেওয়ার অফারটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis