ড. ইউনূসের ঘোষণা দাবিতে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা শীর্ষক ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ঘোষণা দাবিতে আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ড. ইউনূসের

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের কিস্তি না দেওয়া প্রসঙ্গে কোনো ঘোষণা দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবির সত্যতা যাচাইয়ে গ্রামীন ব্যাংকের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয়,মিরপুর-২ এর সাথে যোগাযোগ করা হলে তারা রিউমর স্ক্যানারকে জানান, এমন কোনো সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়নি।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা ঘোষণা দিয়েছেন মর্মে  কোনো সংবাদ বা খবর পাওয়া যায়নি।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস এর ঘোষণা দাবিতে আগামী মাস থেকে গ্রামীণ ব্যাংকের কোনো কিস্তি দিতে হবেনা শীর্ষক তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from Grameen Bank
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img