গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বসম্মতিক্রমে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ ১৫ বছর পর গত ০৬ আগস্ট মুক্তি পাওয়ার ভিডিও নয় বরং গত পাঁচ মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গুলশানে তার বাড়িতে ফেরার দৃশ্য এটি।
অনুসন্ধানের গণমাধ্যম সময় টিভির গত ১১ জানুয়ারি প্রকাশিত ‘বাসায় ফিরেই ভাগ্নের মেয়েক জড়িয়ে ধরলেন বেগম জিয়া’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। একইদিনে ‘হাসিমুখে ঘরে ফিরলেন খালেদা জিয়া’ শিরোনামে সময় টিভির একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ২০২৩ সালের ০৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে থাকার পর চলতি বছরের ১১ জানুয়ারি তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়। প্রচারিত ভিডিওটি সে সময়ের।

উল্লেখ্য, গত ০৬ আগস্ট মুক্তি পেলেও খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালেই ছিলেন। পরবর্তীতে, তিনি গত ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানে বাসায় ফিরেছেন। ঐসময়ে খালেদা জিয়া বাসায় ফেরার দৃশ্যের সাথেও প্রচারিত ভিডিওটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, দীর্ঘ ১৫ বছর পর খালেদা জিয়ার জেল থেকে মুক্তির দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy TV: বাসায় ফিরেই ভাগ্নের মেয়েক জড়িয়ে ধরলেন বেগম জিয়া
- Somoy TV: হাসি মুখে ঘরে ফিরলেন খালেদা জিয়া
- Rumor Scanner’s Own Research