সম্প্রতি, ‘তারেক জিয়া বিদেশে বসে থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিল’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিলের নয় বরং ভিডিওটি গত ১৯ নভেম্বর বিএনপির ডাকা দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিলের। উক্ত মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন ঘটনার অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে ‘তারেকের দুই গালে জুতা মারো তালে তালে’ শীর্ষক স্লোগান শোনা যায়।
ভিডিওটি’র ওপরের দিকে বাম পাশে ‘বাংলা পলিটিক্স’ শীর্ষক লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Bangla Politix নামের একটি ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর আলোচিত ভিডিও (আর্কাইভ) সম্বলিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে কমেডিধর্মী বিভিন্ন পোস্ট প্রচার করতে দেখা যায়।
অর্থাৎ, এই পেজটি থেকে আলোচিত ভিডিওটি প্রথমে প্রচার হয় এবং পরবর্তীতে তা আসল ভেবে বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বিএনপি’র মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওতে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, ভিডিওটি গত ১৯ নভেম্বর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিলের সময়ে ধারণকৃত।
ভিডিওটিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার করায় সিইসির বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে শোনা যায়। তবে উক্ত ভিডিওটি’র কোথাও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের স্লোগান শোনা যায়নি।
এছাড়াও বিএনপি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৯ নভেম্বর ‘গণবিরোধী নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে লালমনিরহাটে মহিলাদের ঝাড়ু মিছিল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওটি’র দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। সেখান থেকেও ভিডিওটি’র বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিলের নয়।
মূলত, গত ১৯ নভেম্বর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের পক্ষ থেকে ঝাড়ু মিছিল করা হয়। পরবর্তীতে উক্ত ভিডিওটি’তে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘তারেকের দুই গালে জুতা মারো তালে তালে’ শীর্ষক স্লোগানের একটি অডিও এবং ‘তারেক জিয়া বিদেশে বসে থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিল’ শীর্ষক বাক্য যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, বিএনপির হরতালের সমর্থনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়ন মহিলাদলের ঝাড়ু মিছিলের ভিডিওকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে থাকায় মহিলাদলের উক্ত শাখার ঝাড়ু মিছিলের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Media Sell Facebook: Video Post
- BNP YouTube: https://www.youtube.com/live/cpE5c9GLBIE?si=tdk34mKiVMeN9uPt
- Rumor Scanner’s Own Analysis