সম্প্রতি, “Sonali Bank Limited 50th Anniversary Government Fund Subsidy! Through the questionnaire, you will have a chance to get 10000 taka” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে ১০ হাজার টাকা পাওয়ার বিষয়টিও মিথ্যা।
অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, একটি ভুয়া ওয়েবসাইট থেকে সোনালী ব্যাংকের নামে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইনটি চালানো হচ্ছে।
উক্ত ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করলে দেখা যায় তারা প্রথমে অভিনন্দন জানিয়ে প্রথমে ৪ টি প্রশ্ন সম্বলিত একটি জরিপ ফর্ম পূরণ করতে দিচ্ছে।
প্রশ্নোত্তর পর্ব শেষে তারা পুনরায় অভিনন্দন জানিয়ে উত্তরগুলো সংরক্ষিত হয়েছে বলে সম্মতি প্রদান করে এবং একটি গিফট বক্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানায়।
পরবর্তী ধাপে পুরস্কার পেতে সঠিক বক্সটি নির্বাচন করতে হবে এবং সুযোগ থাকবে তিনটি। বক্সগুলোতে ক্লিক করার প্রথম ধাপে সফল না হলেও দ্বিতীয় ক্লিকে একটি বক্স খুলে যায়। বক্সটি খুললেই জানা যায়, অভিনন্দন! আপনি ১০ হাজার টাকা জিতেছেন। এরপর স্ক্রিনে ২টি নিয়ম সম্বলিত একটি লেখা ভেসে ওঠে।
নিয়ম তিনটি হলো:
1. Share with 5 groups/20 friends on the following apps (click on the corresponding icon below)
2. Click “Continue” and claim your prize.
অর্থাৎ, এখানে বলা হচ্ছে ১০ হাজার টাকা পেতে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইনটি শেয়ার করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা ফাকা বারটি নীল রঙে পূর্ণ হয়ে যায়।
এছাড়া ক্যাম্পেইনটি প্রচার করা ‘ms5hf7.cn’ নামের ওয়েবসাইটি যাচাইয়ে who.is ব্যবহার করে দেখা যায়, ওয়েবসাইটি চলতি বছরের জুলাই মাসের ১৭ তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে, এই ওয়েবসাইটের সাথে সোনালী ব্যাংকের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি
পাশাপাশি, সোনালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত কোনো ক্যাম্পেইনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেখানে কেবল ২০২২ সালে সোনালী ব্যাংক লিমিটেড এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের এই ব্যাংকের প্রধান সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমানের শুভেচ্ছা বাণী জানানোর উল্লেখ পাওয়া যায়।
এরপর, প্রশ্নোত্তর প্রাদানের মাধ্যমে ১০ হাজার টাকা পাওয়ার ক্যাম্পেইন সম্পর্কে রিউমর স্ক্যানার টিম সোনালী ব্যাংকের কাওরান বাজার ব্রাঞ্চের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র অফিসারের সাথে যোগাযোগ করলে, তিনি জানান এটি একটি ভুয়া এবং ক্ষতিকর বিজ্ঞপ্তি। এ বছর সোনালী ব্যাংকের সুবর্ণ জয়ন্তী কিন্তু এ উপলক্ষে এ ধরনের কোনো ক্যাম্পেইন সম্পর্কে ব্যাংক কোনো ঘোষণা দেয়নি।
মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, Shwapno Promotional Rewards হিসেবে ১০০০০ টাকা, ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, সোনালী ব্যাংক সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
সোনালী ব্যাংক- ওয়েবসাইট: Sonali Ban
Whois.com – https://www.whois.com/whois/ms5hf7.cn
Conversation with a Senior officer of Sonali Bank