৫০ বছর পূর্তি উপলক্ষে ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা উপহার শীর্ষক ক্যাম্পেইনটি ভুয়া

সম্প্রতি “ACI Limited 50th Anniversary Celebration” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইনের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ACI

এমন কিছু ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ACI কোম্পানি ‘ACI Limited 50th Anniversary Celebration’ নামে এই ধরণের কোন ক্যাম্পেইনের আয়োজন করেনি এবং কোম্পানিটির এখনও ৫০ বছর পূর্ণ হয়নি।

অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, যে ডোমেইনগুলো ব্যবহার করে ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে সেটা মূলত ACI কোম্পানির মূল ওয়েবসাইট নকল করে তৈরি করা। ক্যাম্পেইনটির ভুয়া ওয়েবসাইটগুলোতে দাবি করা হচ্ছে “এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ৫০০০ টাকা জয়ী হওয়া যাবে তবে এর শর্ত হিসেবে ক্যাম্পেইনের লিংকটি ৫ টি গ্রুপ এবং ২০ জন বন্ধুকে শেয়ার করতে হবে পাশাপাশি নিজের ঠিকানা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে হবে”।

ক্যাম্পেইনের স্ক্রিনশট

এছাড়া ক্যাম্পেইনটিতে “ACI Limited 50th Anniversary Celebration” অর্থাৎ ACI কোম্পানির ৫০ বছর পূর্তি উৎযাপন উল্লেখ থাকলেও মূলত ACI কোম্পানি প্রতিষ্ঠা করা হয় ১৯৭৩ সালে অর্থাৎ কোম্পানিটির এখনও ৫০ বছর পূর্ণ হয়নি।

Screenshot from ACI website

উল্লেখ্য, চলমান এসকল ক্যাম্পেইনগুলোকে ভুয়া উল্লেখ করে কোম্পানিটি ACI HR নামের একটি অফিসিয়াল লিংকডইন প্রোফাইল এবং ফেসবুক পেজে ২০২১ সালের ১১ ডিসেম্বরে বিবৃতি প্রদান করেছে।


আরো পড়ুনঃ Fact Check: বর্ষপূর্তি উপলক্ষে কোকা কোলা কোম্পানি থেকে আইফোন উপহার দেয়ার তথ্যটি ভুয়া

অর্থাৎ, ৫০ বছর পূর্তি উপলক্ষে ACI Limited এর ৫০০০ টাকা উপহারের ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ACI Limited 50th Anniversary Celebration
  • Claimed By: Facebook Posts and Webpages
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Company Profile: https://www.aci-bd.com/about-us/company-profile.html
  2. HR Linkedin Post: https://www.linkedin.com/posts/acibdhr_%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%A7%E0%A6%AF-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%97%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%9B-activity-6875376639409291264-lje0
  3. HR Facebook Post: https://www.facebook.com/acibdhr/posts/4961429387224092

 

আরও পড়ুন

spot_img