সম্প্রতি, “Shwapnow Promotional Rewards!Through the questionnaire, you will have a chance to get 10000 taka” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, স্বপ্ন থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে ১০ হাজার টাকা পাওয়ার বিষয়টিও মিথ্যা।
অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, একটি ভুয়া ওয়েবসাইট থেকে সুপার শপ স্বপ্ন-এর নামে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইনটি চালানো হচ্ছে।
উক্ত ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করলে দেখা যায় তারা প্রথমে অভিনন্দন জানিয়ে প্রথমে ৪ টি প্রশ্ন সম্বলিত একটি জরিপ ফর্ম পূরণ করতে দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব শেষে তারা পুনরায় অভিনন্দন জানিয়ে উত্তরগুলো সংরক্ষিত হয়েছে বলে সম্মতি প্রদান করে এবং একটি গিফট বক্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানায়।
পরবর্তী ধাপে পুরস্কার পেতে সঠিক বক্সটি নির্বাচন করতে হবে এবং সুযোগ থাকবে তিনটি। বক্সগুলোতে ক্লিক করার প্রথম ধাপে সফল না হলেও দ্বিতীয় ক্লিকে একটি বক্স খুলে যায়। বক্সটি খুললেই জানা যায়, অভিনন্দন! আপনি ১০ হাজার টাকা জিতেছেন। এরপর স্ক্রিনে ৩ টি নিয়ম সম্বলিত একটি লেখা ভেসে ওঠে।
নিয়ম তিনটি হলো:
1. You must tell 5 groups or 20 friends about our promotions.
2. Enter your address and complete registration.
3. The gifts will be delivered within 5-7 days
অর্থাৎ, এখানে বলা হচ্ছে ১০ হাজার টাকা পেতে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইনটি সম্পর্কে বলতে হবে৷ পরের ধাপে ঠিকানা বসিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলে এবং শেষ ধাপে বলা হয়, ৫-৭ দিনের মধ্যে পুরস্কারটি প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে৷
পাশাপাশি, সুপার শপ স্বপ্ন-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখা যায় আলোচিত ক্যাম্পেইনে লেখা স্বপ্ন-এর ইংরেজি বানান Shwapnow ভুল। ওয়েবসাইট অনুসারে সঠিক বানান Shawpno। এছাড়া, অফিশিয়াল ওয়েবসাইটে,
- Buy More Save More
- Half Price Offers
- Buy1 Get1 Offers
- Voucher Offers
শিরোনামের ৪টি অফার পাওয়া যায়। Shwapnow Promotional Rewards!Through the questionnaire, you will have a chance to get 10000 taka শিরোনামের কোন অফার অফিশিয়াল ওয়েবসাইটটিতে খুঁজে পাওয়া যায় না।
এছাড়াও, প্রশ্নোত্তর প্রাদানের মাধ্যমে ১০ হাজার টাকা পাওয়ার ক্যাম্পেইন সম্পর্কে রিউমর স্ক্যানার টিম স্বপ্ন-এর সাথে যোগাযোগ করলে, স্বপ্ন জানায় এটি একটি ভুয়া এবং ক্ষতিকর বিজ্ঞপ্তি। স্বপ্ন এমন কোন বিজ্ঞপ্তি প্রকাশ করে নি। সেই সাথে এমন আনঅথোরাইজড লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে বলে,এমন কোনো ফাঁদে পড়লে স্বপ্ন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।
মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট, বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ১০ হাজার টাকা এবং ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, সুপার শপ স্বপ্ন থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
Conversation with Shawpno
Shwapno: https://www.shwapno.com/about-us