সম্প্রতি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসানের একটি লাইভ ভিডিও ব্যবহার করে নগদ অর্থ দানের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
কি দাবি করা হচ্ছে
সাকিব আল হাসানের নামে পরিচালিত একাধিক ফেসবুক পেইজ থেকে প্রচারিত লাইভ গুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে ‘ আমি প্রথম ৫০০ জনের জন্য নগদ ৳ ১০,০০০ দান করছি,যারা সঠিকভাবে অঙ্কিত নম্বরটি অনুমন করতে পারে’
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ) , এখানে (আর্কাইভ) , এখানে ( আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুক পেজ থেকে লাইভে এসে ইশিহারা টেস্টের মাধ্যমে নগদ
অর্থ পুরস্কার ঘোষণা করেননি বরং সাকিব আল হাসানের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ থেকে পুরোনো ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি ছড়ানো হয়েছে।
অনুসন্ধনের শুরুতেই কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে ২০১৬ সালের ৮ আগস্ট প্রকাশিত ৪ মিনিট ১ সেকেন্ডের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং আনুষঙ্গিক বিষয়গুলোর সাথে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মিল খুঁজে পাওয়া যায়।
লাইভটি বিশ্লেষন করলে দেখা যায়, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজের নয় মিলিয়ন ফলোয়ার পূর্তিতে লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
পরবর্তীতে সাকিব আল হাসানের উক্ত লাইভ ভিডিওটি ব্যবহার করে ‘Sakib Al Hasan’ নামে তৈরী কিছু ভুয়া ফেসবুক পেইজ ( ১,২,৩) হতে ইশিহারা টেস্টের মাধ্যমে তিনি নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিটি প্রচার করা হয়েছে।
মূলত, ২০১৬ সালের ৮ আগস্ট সাকিব আল হাসান তার পেইজের নয় মিলিয়ন ফলোয়ার পূর্তিতে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ ক্রিকেট নিয়ে নানাকথা বলেন। সম্প্রতি তার ঐ লাইভ ভিডিও ব্যবহার করে তার নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ থেকে তিনি লাইভে ইশিহারা টেস্টের মাধ্যমে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় সাকিব আল হাসান, নায়ক অনন্ত জলিল, অভিনেত্রী তানজিন তিশা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি ফেসবুক লাইভে নগদ অর্থ পুরষ্কার ঘোষণা করেছেন শীর্ষক দাবি ছড়িয়ে পড়লে সেগুলো মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক করে রিউমর স্ক্যানার।
প্রতিবেদনগুলো দেখুন
- সাকিবের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ভূয়া লাইভ সম্প্রচার
- ইউটিউবার তৌহিদ আফ্রিদি ফেসবুক লাইভে এসে অর্থ পুরস্কার ঘোষণা করেননি
- ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে অনন্ত জলিল অর্থ পুরস্কার ঘোষণা করেননি
- ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে তানজিন তিশা অর্থ পুরস্কার ঘোষণা করেননি
সুতরাং সাকিব আল হাসান ফেসবুক লাইভে ইশিহারা টেস্টের মাধ্যমে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sakib Al Hasan : Facebook page
- Sakib Al Hasan : Facebook live
- Rumor Scanner Own Analysis