সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিল সুইডেন” শীর্ষক দাবিতে একটি সংবাদ দেশি-বিদেশি একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যা দাবি করা হচ্ছে

ইউরোপের দেশ সুইডেন যৌনতাকে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ। দেশটিতে ৮ জুন থেকে প্রথম ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করে ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে সুইডেন। এই স্বীকৃতি পুরো পৃথিবীতে প্রথম।

উক্ত দাবিতে সংবাদ প্রকাশ করেছে এমন দেশীয় গণমাধ্যমের মধ্যে রয়েছে চ্যানেল আই, ডেইলি বাংলাদেশ, নিউ ন্যাশন, দ্য রিপোর্ট.লাইভ, একুশে সংবাদ, লাস্ট নিউজ বিডি, তৃতীয় মাত্রা, লালমোহন নিউজ

Collage by Rumor Scanner

এছাড়া জাতীয় দৈনিক ‘দৈনিক আমাদের সময়’এর ওয়েবসাইটে একই দাবিতে সংবাদ প্রকাশ করা হলেও গণমাধ্যমটি পরবর্তীতে সংবাদটি সংশোধন করে নেয়। তবে সংশোধন পূর্ববর্তী সংবাদটির আর্কাইভ ভার্সন পাওয়া সম্ভব হয়নি।

একই দাবিতে দেশীয় গণমাধ্যমের ফেসবুকে পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে(আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে সংবাদ প্রকাশ করেছে এমন ভারতীয় গণমাধ্যমের মধ্যে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে, দ্য টাটভা নিউজ (টুইটার), লাইভ মিন্ট, ডব্লিওআইওএন, ডিএনএ, ল্যাটেস্টলি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টিভি৯লাইভ, নে নাও, জি নিউজ ইন্ডিয়া, এই সময়, ডেকানহারল্ড, সিএনবিসি ১৮

Collage by Rumor Scanner
Collage by Rumor Scanner

এছাড়া একই দাবিতে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন; এডেভারুল (রোমানিয়া), দ্য সাউথ আফ্রিকান (সাউথ আফ্রিকা), কানাডা ডট কম (কানাডা), দ্য সিটিজেন নাইজেরিয়া (নাইজেরিয়া), দ্য টরেন্টো সান (কানাডা), দ্য বাজ (আমেরিকা), এম এম নিউজ (পাকিস্তান), ভ্যান গার্ড (আমেরিকা)।

Collage by Rumor Scanner

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।  

অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সুইডেন স্পোর্টস কনফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সুইডিশ গণমাধ্যম ‘Goteborgs Posten’ এর ওয়েবসাইটে গত ১৮ জানুয়ারি “Märkliga förslaget: Klassa sex som en idrott” (অনূদিত: The Swedish Sex Federation is nobbed by the National Sports Federation) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত জানুয়ারিতে সুইডিশ সেক্স অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনটির চেয়ারম্যান ড্রাগন ব্র্যাটিক সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তা নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের কাছে আবেদন করেন। এবং তাকে কনফেডারেশনের সদস্য করারও অনুরোধ জানান।

Screenshot from ‘Goteborgs Posten’

প্রকাশিত সেই সংবাদে ড্রাগন ব্র্যাটিককে উল্লেখ করে বলা হয়, “সুইডিশ সেক্স অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড এবং তাদের সংস্থার একটি নম্বর রয়েছে এবং অন্য যে কোনও খেলার মতোই যৌনতায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতা হওয়া উচিত।”

Screenshot from ‘Goteborgs Posten’

প্রতিবেদনটিতে সুইডেন ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ‘P4 Jönköping’ এর বরাত দিয়ে উল্লেখ করা হয়, যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে করা ড্রাগন ব্র্যাটিকের আবেদনটি প্রত্যাখান করেছেন সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের চেয়ারম্যান বিজর্ন এরিকসন।

Screenshot from ‘Goteborgs Posten’

উক্ত তথ্যের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘P4 Jönköping’ এর ওয়েবসাইটে গত ১৮ জানুয়ারি “The strip king wants sex to be classified as a sport – the national sports association is furious” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে গোটেবোর্গস পোস্টেনের করা দাবির সত্যতা পাওয়া যায়।

Screenshot from ‘P4 Jönköping’

এছাড়া আলোচিত দাবির বিষয়টি অস্বীকার করে জার্মান ভিত্তিক গণমাধ্যম ‘Deutsche Welle’ এর ফ্যাক্ট চেক টিমকে দেওয়া এক লিখিত বক্তব্যে সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের মুখপাত্র অ্যানা সেটসম্যান বলেন, “সুইডেন ও সুইডেনে খেলা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”

Screenshot from Deutsche Welle

মূলত, সুইডিশ সেক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড্রাগন ব্র্যাটিক গত জানুয়ারিতে সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং যৌনতা নিয়ে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের নিকট আবেদন করেন। পাশাপাশি তাকে কনফেডারেশনের সদস্য করারও অনুরোধ জানান। পরবর্তীতে উক্ত আবেদনের প্রেক্ষিতে সুইডেনের স্পোর্টস কনফেডারেশনের চেয়ারম্যান বিজর্ন এরিকসন স্পষ্ট করে জানিয়ে দেন যে, সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে স্পোর্টস কনফেডারেশনের আওতাভুক্ত করা হবেনা। তবে সম্প্রতি কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক দাবিতে প্রচার করে।

প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্যে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img