লাজাডা প্রজেক্টের নাম ব্যবহার করে ভূয়া ক্যাম্পেইন লিংক প্রচার

সম্প্রতি, “Hi, I’m the general manager of the Lazada project and I’m currently hiring a part-time team. You can work part-time on your phone. A part-time job takes 10-20 minutes! Newcomers get 60BDT immediately. Daily salary: 8000BDT-20000BDT. Interested in contacting me for consultation on Whatsapp + Click the window below to automatically add” শীর্ষক শিরোনামে লাজাডা প্রজেক্টের নাম ব্যবহার করে একটি স্ক্যাম লিংক সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। 

লাজাডা প্রজেক্ট কি?

লাজাডা প্রজেক্ট হচ্ছে সুপরিচিত একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যেটি ২০১২ সাল থেকে চালু রয়েছে এবং এই ওয়েবসাইট থেকে মূলত ফিলিপাইনে বসবাসকারী বেশিরভাগ লোকেরা জিনিসপত্র ক্রয় করে থাকে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লাজাডা প্রজেক্টে কাজের সুযোগ শীর্ষক শিরোনামে ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতির মাধ্যমে খণ্ডকালীন চাকরি পাওয়ার বিষয়টিও মিথ্যা।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ‘লাজাডা’ এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ১৪ মে “STAY ALERT! Protect yourself from scams. Lazada does not offer part time jobs via SMS/WhatsApp and Lazada will never request for monetary transactions outside Lazada platforms” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে একটি ডিজিটাল ব্যানার সংযুক্ত করা হয়েছে।

পরবর্তীতে ইউটিউবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Cyber Rakshak’ নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ১৩ জুলাইয়ে “Lazada Project Part Time Job Real or Fake || Anshul Mullti Trade LLP Part Time Job Real or Fake” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচিত লাজাডা প্রজেক্টের নামে প্রচারিত স্ক্যাম লিংকটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। 

এছাড়াও ভিডিওটি থেকে আরো জানা যায় যে, উক্ত স্ক্যাম লিংকটি বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে প্রচার হয়ে আসছে।

মূলত, লাজাডা গ্রুপের নাম ব্যবহার করে ‘খণ্ডকালীন চাকরির সুযোগ’ শীর্ষক শিরোনামে একটি বার্তা সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া এবং পূর্বেও এই ভুয়া ক্যাম্পেইনটি ভারতে প্রচার হওয়ার সময়ে লাজাডা গ্রুপের ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে সতর্ক করা হয়েছিলো।

প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, Shwapno Promotional Rewards হিসেবে ১০০০০ টাকা, ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, লাজাডা প্রজেক্টের নাম ব্যবহার করে ‘খণ্ডকালীন চাকরির সুযোগ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img