সম্প্রতি, ‘১০ টাকা মূল্যে টুপি কিনতে তোফাজ্জল সুন্নাহ ঘরে লক্ষ মানুষের উপচে পরা ভির’ শীর্ষক শিরোনামে বাংলা ট্রিবিউনের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত শিরোনামে বাংলা ট্রিবিউন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে বাংলা ট্রিবিউনের আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১ সেপ্টেম্বর, ২০২৩।
অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গত ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বা তার আগে পরে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, এই ফটোকার্ডটিতে উল্লেখিত ‘১০ টাকা মূল্যে টুপি কিনতে তোফাজ্জল সুন্নাহ ঘরে লক্ষ মানুষের উপচে পরা ভির’ শিরোনামে একাধিক ভুল বানানও খুঁজে পাওয়া যায়।
পরবর্তী অনুসন্ধানে দেশের মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজে গত ০১ সেপ্টেম্বর ‘ছাত্রলীগের সমাবেশে মাদ্রাসার ছাত্ররা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি থেকে নেওয়া একটি ছবির সাথে আলোচিত ফটোকার্ডটিতে উল্লেখিত ছবিটির মিল পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে উল্লেখিত ছবিটি টুপি কেনার ঘটনার নয় এবং বাংলা ট্রিবিউনও এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য বাংলা ট্রিবিউনের চীফ রিপোর্টার সালমান তারেকের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে আলোচিত এই ফটোকার্ডটি তাদের নয় বলে জানান।
মূলত, গত পহেলা সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের সমাবেশে পাঞ্জাবি-টুপি পরিহিত মাদ্রাসা ছাত্রদের যোগ দেওয়ার তথ্য জানিয়ে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে সেই ভিডিও থেকে নেওয়া একটি স্থিরচিত্রের সাথে ‘১০ টাকা মূল্যে টুপি কিনতে তোফাজ্জল সুন্নাহ ঘরে লক্ষ মানুষের উপচে পরা ভির’ শীর্ষক শিরোনাম যুক্ত করে বাংলা ট্রিবিউনের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ‘১০ টাকা মূল্যে টুপি কিনতে তোফাজ্জল সুন্নাহ ঘরে লক্ষ মানুষের উপচে পরা ভির’ শীর্ষক শিরোনামেবাংলা ট্রিবিউনের আদলে তৈরি ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- DBC News Facebook Page: ছাত্রলীগের সমাবেশে মাদ্রাসার ছাত্ররা
- Bangla Tribune: Verified Facebook Page
- Bangla Tribune: Website
- Bangla Tribune: YouTube Channel
- Statement from Salman Tareque, Chief Reporter, Bangla Tribune
- Rumor Scanner’s Own Analysis