সম্প্রতি, মাইক্রোব্লগিং সাইট টুুইটার এবং মার্কিন বৈদ্যুতিক যান নির্মাতা প্রতিষ্ঠান টেসলা’র মালিক ইলন মাস্কের সাথে কিছু নারী রোবটের ছবি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে, ইলন মাস্ক ২০২৪ সালে বাহারি রঙ ও চেহারার এমন রোবট বউ আনতে যাচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইলন মাস্ক রোবট বউ বানিয়েছেন এবং তা ২০২৪ সালে বাজারে আসবে শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলন মাস্কের সাথে রোবটের কাপল ছবি তৈরি করে উক্ত দাবিগুলো প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Xavier Art’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “Original creator of ‘Elon introduces Electrical Side Piece'” শীর্ষক ক্যাপশনে গত ৪ মে তারিখে প্রকাশিত এক পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।
ইনস্টাগ্রাম পোস্টটিতে পোস্টদাতা ক্যাপশনের নিচের দিকে বেশকিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন যার মধ্যে “#ai #aiart #aibeauty #aicommunity #aicommunityart #aiartwork #art #chicagoaiart #midjourney #midjourneycommunity নামক কিছু হ্যাশট্যাগও রয়েছে।
এই হ্যাশট্যাগগুলো থেকে প্রতীয়মান হয়, উক্ত ব্যক্তি এআই আর্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছবিগুলো তৈরি করেছেন।
উক্ত ছবি গুলো পর্যবেক্ষণের মাধ্যমে বেশ কিছু ভুল খুঁজে পাওয়া যায়। প্রকাশিত ছবি গুলোর মধ্যে দুটি ছবির হাত এবং হাতের আঙুল বিকৃত দেখা যায়। যা থেকে প্রতীয়মান হয়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
পরবর্তীতে, অনুসন্ধানের মাধ্যমে ফ্রান্সের গণমাধ্যম ‘France 24’ এর ওয়েবসাইটে গত ১৮ মে “No, Elon Musk is not building a ‘robot wife” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ইলন মাস্কের ২০২৪ সালের মধ্যে বাহারি রঙ ও চেহারার রোবট বউ বাজারে আনার তথ্যটি সত্য নয় এবং ছবিগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই টুলসের সাহায্যে তৈরি করা হয়েছে।
ভিডিও প্রতিবেদনে ‘Dania Stark’ নামে একটি একটি টুইটার অ্যাকাউন্টের টুইটের বিষয়ে উল্লেখ করে বলা হয়, কীভাবে মিডজার্নির মাধ্যমে কমান্ড দিয়ে এসব ছবি তৈরি করা হয়েছে ‘Dania Stark’ টুইট পোস্টে সেসব তুলে ধরা হয়েছে।
পরবর্তীতে গত ০৫ মে তারিখে প্রকাশিত ‘Dania Stark’ এর টুইটার পোস্টটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, আরও অনুসন্ধান করে ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘টেসলা’ এর ইউটিউব চ্যানেলে “2023 Annual Shareholder Meeting” শীর্ষক শিরোনামে গত ১৬ মে প্রকাশিত এক ভিডিও থেকে জানা যায়, তিনি ‘অপটিমাস’ নামের মানবাকৃতির রোবট তৈরি করেছেন। তবে ভিডিওতে রোবট বউ তৈরি শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
একইসাথে, টেসলার ওয়েবসাইট এবং ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে খোঁজ করেও তিনি ২০২৪ সালের মধ্যে রোবট বউ বাজারে আনবেন শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ০৪ মে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি তৈরির টুলস ‘মিডজার্নি’ ব্যবহার করে ইলন মাস্কের সাথে রোবটের কিছু কাপল ছবি তৈরি করে ‘Xavier Art’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সম্প্রতি সেই পোস্ট থেকে ছবিগুলো সংগ্রহ করে ইলন মাস্ক ২০২৪ সালের মধ্যে রোবট বউ বাজারে আনবেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তাছাড়া অনুসন্ধানে জানা যায়, মাস্ক রোবট বউ বা রোবট ওয়াইফ নামে কোনো রোবট তৈরি করেননি।
উল্লেখ্য, মিডজার্নি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি ছবি প্রস্তুতকরক টুল। এটি ব্যবহার করে কিছু কমান্ডের সাহায্যে নিখুঁত ছবি তৈরি করা সম্ভব। মেসেজিং প্লাটফর্ম ডিস্কর্ডে মিডজার্নির সার্ভারে থাকা বট ব্যবহার করে ছবি প্রস্তুত করা যায়।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলস দ্বারা তৈরি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, এআই দিয়ে তৈরি রোবট এবং ইলন মাস্কের কিছু কাপল ছবি সম্প্রতি ইলন মাস্ক ২০২৪ সালের মধ্যে রোবট বউ বাজারে আনতে এই রোবটগুলো তৈরি করেছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Xavier Art – Instagram Post
- Dania Stark – Twitter
- France 24 – “No, Elon Musk is not building a ‘robot wife”
- Tesla – Youtube Channel
- Tesla – Website
- Elon Musk – Twitter
- Midjourney – Website