‘বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ঠিকই তো আছে’ শীর্ষক শিরোনামে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওর ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমান বঙ্গবন্ধুর হত্যাকে সমর্থন করে কোনো বক্তব্য দেননি বরং টাঙ্গাইলে এক সমাবেশে বঙ্গবন্ধু হত্যা নিয়ে আলাপকালে আক্ষেপের সুরে দেওয়া শামীম ওসমানের দীর্ঘ বক্তব্যের একটি খণ্ডিত অংশ আলোচিত দাবিতে বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে ‘ATV Bangla News’ এর ফেসবুক পেইজে গত ২১ আগষ্ট তারিখে ‘নারায়ণগঞ্জের শামীম ওসমান টাংগাইল এসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে গরম বক্তব্য দিলেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে গত ২২ আগষ্ট তারিখে একই শিরোনামে ‘NK Cable Vision HD’ নামক ইউটিউব চ্যানেলে ২৮ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিও দুইটির বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের আগষ্ট মাসে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রধান অতিথি হয়ে টাঙ্গাইলে এক সমাবেশে যোগ দিয়েছিলেন। বক্তব্যের এক পর্যায়ে শামীম ওসমান বলেন, “বলা হলো শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, হত্যা করাই তো উচিৎ। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ঠিকই তো করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করবে না তো কাকে হত্যা করবে। বংশ নির্বংশ করে দিয়েছে, এই বাঙ্গালীরাই করেছে। পাকিস্তানের বাহিনী করে নাই কিন্তু। আমরা অকৃতজ্ঞ বাঙ্গালী জাতিরাই করেছি। এই লোকটি সারা জীবন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাকেই স্বপরিবারে হত্যা করেছি।”
তাছাড়া, আলোচিত সমাবেশের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চে গত ২১ আগস্ট তারিখে দৈনিক বাংলার ওয়েবসাইটে ‘বিএনপি শুধু বান্দরের নাচ নাচতে পারবে: শামীম ওসমান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২১ আগষ্ট টাঙ্গাইল পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সেখানে প্রধান অতিথির ভূমিকায় বক্তব্য প্রদান করেন।
অর্থাৎ, শামীম ওসমান তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকে সমর্থন করে কোনো কথা বলেননি।
মূলত, গত ২১ আগষ্ট টাঙ্গাইলে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বক্তব্য প্রদানের একপর্যায়ে শামীম ওসমান বলেন, “বলা হলো শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, হত্যা করাই তো উচিৎ। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ঠিকই তো করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করবে না তো কাকে হত্যা করবে। বংশ নির্বংশ করে দিয়েছে, এই বাঙ্গালীরাই করেছে। পাকিস্তানের বাহিনী করে নাই কিন্তু। আমরা অকৃতজ্ঞ বাঙ্গালী জাতিরাই করেছি। এই লোকটি সারা জীবন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাকেই স্বপরিবারে হত্যা করেছি”। তবে, শামীম ওসমানের সেই বক্তব্য থেকে সম্প্রতি কিছু অংশ কেটে ‘বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ঠিকই তো আছে’ শীর্ষক অংশটুকু প্রচার করে তিনি বঙ্গবন্ধু হত্যাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন দাবিতে ইন্টারনেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য ইন্টারনেটে বিকৃতভাবে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ঠিকই তো আছে’ শীর্ষক শিরোনামে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বক্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি বিকৃত।
তথ্যসূত্র
- ATV Bangla News : Facebook Post
- NK Cable Vision HD : Youtube Video
- Dainik Bangla Website : বিএনপি শুধু বান্দরের নাচ নাচতে পারবে: শামীম ওসমান
- Rumor Scanner’s own analysis