বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

তারেক রহমানকে নিয়ে দেওয়া নুরুল হক নুরের বক্তব্য বিকৃত করে প্রচার 

সম্প্রতি, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রচার করা হচ্ছে।

ভিডিওতে নুরুল হক নুরকে বলতে শোনা যাচ্ছে, তারেক রহমানের পরিচয় কী? তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিকভ্রান্ত ছিলো, অস্থির ছিলো কী করবে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং নুরুল হক নুরের দেওয়া দীর্ঘ একটি বক্তব্যের অংশবিশেষ কেটে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে Bangladesh Nationalist Publicity Party এর পেজে গত ২৩ আগস্ট “ডিআরইউ থেকে সরাসরি ২৩ আগস্ট, ২০২৩ বুধবার “সাংবিধানিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা” শীর্ষক গণঅধিকার পরিষদের আয়োজনে আলোচনা সভা। প্রধান অতিথিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি।” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। 

Screenshot: Facebook 

২ ঘন্টা ৩১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ১ ঘন্টা ৫২ মিনিট ৩০ সেকেন্ডে বক্তব্য দিতে মঞ্চে উঠেন নুরুল হক নুর। ১ ঘন্টা ৫৯ মিনিট ৪৬ সেকেন্ডে তিনি বলেন, তারেক রহমানের পরিচয় কী? তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিকভ্রান্ত ছিলো, অস্থির ছিলো কী করবে, কী না করবে বুঝতে পারছিল না। আওয়ামী লীগের নেতারা যখন আত্মগোপনে চলে গিয়েছিল তারেক রহমানের বাবা মেজর জিয়াউর রহমান সেই সময় এই জাতিকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মত জাতিকে স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে উদ্ভুদ্ধ করেছিলেন। তারপর এই দেশের রাজনৈতিক অস্থিরতার সময়, সংকটকালীন সময় এই দেশের দায়িত্ব নিয়েছেন…।

অর্থাৎ, নুরুল হক নুর তার মূল বক্তব্যে তারেক রহমানের পরিচয় দিতে গিয়ে জিয়াউর রহমানের কথা বলেন। কিন্তু, ফেসবুকে প্রচারিত ভিডিওটিতে মূল বক্তব্যের আগে ও পরের বক্তব্য বাদ দিয়ে প্রচার করা হচ্ছে। 

মূলত, গত ২৩ আগস্ট “সাংবিধানিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা” শীর্ষক একটি আলোচনা সভায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর একটি দীর্ঘ বক্তব্য দেন। সেখানে তিনি তারেক রহমানের পরিচয় দিতে গিয়ে তারা বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের সংগঠক বলেন৷ তবে, সম্প্রতি নুরুল হক নুরের দীর্ঘ বক্তব্যের কিছু অংশ কেটে “তারেক রহমানের পরিচয় কী? তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এই দেশের মানুষ যখন দিকভ্রান্ত ছিলো, অস্থির ছিলো কী করবে।” শীর্ষক খণ্ডিত অংশটুকু বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত বক্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, পূর্বে বিভিন্ন সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খানের বক্তব্য বিকৃত করে ইন্টারনেটে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের দেওয়া এক দীর্ঘ বক্তব্যের একটি খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img