সম্প্রতি, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি শেখ হাসিনার ভুল ত্রুটি আছে, চার দিগে আজকে জা অবস্থা, আজকে যে সংকট” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে । পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে ।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল ত্রুটি আছে” শীর্ষক কোনো বক্তব্য ওবায়দুল কাদের প্রদান করেন নি বরং ভিডিওতে ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের আলাদা সময়ের খণ্ড খণ্ড অংশের মন্তব্য সংযুক্ত করে বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে।
আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম “ডিবিসি নিউজ“ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল হতে গত ১৬ এপ্রিল “আমরা দেশ পরিচালনা করি, আমাদের ভুলত্রুটি থাকতেই পারে: ওবায়দুল কাদের” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ১ মিনিট ১৩ সেকেন্ডে ওবায়দুল কাদের বলেছেন “আমি বুকে হাত দিয়ে বলতে পারি ৭৫ পরবর্তী কালে শেখ হাসিনার আমল ছাড়া অন্য কোনো আমলে বাংলাদেশ এতো ভালো ছিল।“
তাছাড়া, ভিডিওটির, ১ মিনিট ৪২ সেকেন্ডে ওবায়দুল কাদের বলেছেন “আমদের ভুল ত্রুটি আছে, আমরা দেশ পরিচালনা করি, আমাদের ভুলত্রুটি থাকতেই পারে”।
এছাড়াও ভিডিওটির ২ মিনিট ৪২ সেকেন্ডে “চারদিকে যা অবস্থা বিশ্ববাজারে আজকের যে সংকট প্রবৃদ্ধির সংকট,আজকে প্রাইজ এসকালেশনজ্বালানি এসবের জন্য আজকে ফিউলের সংকট, ফুড প্রাইজ সাংঘাতিক সংকট এর মধ্য দিয়ে চলছে সারাবিশ্ব”।
মূলত, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজান উপলক্ষে গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের একটি ভিডিওর ১ মিনিট ১৩ সেকেন্ড সময়কার অংশ “আমি বুকে হাত দিয়ে বলতে পারি” এর ভিডিওর সাথে একই ভিডিওর ১ মিনিট ২১ সেকেন্ডের “ শেখ হাসিনার” বক্তব্যের অংশ এবং এছাড়াও একই ভিডিওর ১ মিনিট ৪৩ সেকেন্ড সময়কার বক্তব্যের অংশ “ভুল ত্রুটি আছে” এর ভিডিওর সাথে একই বক্তব্যের ২ মিনিট ৪২ সেকেন্ডের “চারদিকে যা অবস্থা আজকের যে সংকট ” অনেকটা পরিবর্তন করে উচ্চারিত অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জুড়ে দিয়ে বিকৃত করে ১৫ সেকেন্ডের তৈরি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বিকৃত করে প্রচারিত ভিডিও ভুয়া চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুল ত্রুটি আছে” শীর্ষক এডিটেড একটি ভিডিওকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।
তথ্যসূত্র
DBC News: আমরা দেশ পরিচালনা করি, আমাদের ভুলত্রুটি থাকতেই পারে: ওবায়দুল কাদের