মঙ্গলবার, অক্টোবর 8, 2024

Fact Check: সজীব ওয়াজেদ জয়ের পুরোনো ভাষনের ভিডিও বিকৃত করে গুজব প্রচার

সম্প্রতি “ক্ষমতায় থেকে মানুষ হত্যার স্বীকারোক্তি দিলেন জয়” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ভাইরাল সকল ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিম ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে পেয়েছে যা ১৩ অক্টোবর ২০১৪ সালে TBN24 নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিলো।

মূলত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ২০১৪ সালের ভাষণের ভিডিওটির 5:40 – 5:52 মিনিটের কথাগুলো বিকৃত বা এডিটের মাধ্যমে ভিন্ন অর্থ সৃষ্টি করে ১৭ সেকেন্ডের ভুয়া ভিডিওটি তৈরি করা হয় যা বর্তমানে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসেও ভুয়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিলো।

সুতরাং ক্ষমতায় থেকে মানুষ হত্যার স্বীকারোক্তি দিলেন জয় শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও এডিটেড।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ক্ষমতায় থেকে মানুষ হত্যার কথা মুখ ফসকে বলে দিলেন সজীব ওয়াজেদ জয়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img