“এখানে আমার পরিবারের মধ্য গন্ডগল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করে চিনেন, বৌয়ের সাথেও গন্ডগল, বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা” — খালেদা জিয়া (2018)।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও বিগত কয়েকবছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটিতে বেগম খালেদা জিয়া নিজ পরিবার নিয়ে আলোচিত বক্তব্যটি প্রদান করেন নি বরং ভিডিওটিতে দুইটি আলাদা সময়ের বক্তব্য জুড়ে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানের জন্য ইন্টারনেটে “Khaleda Zia’s Speech”, “Begum Khaleda Zia’s Speech” সহ বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, “Tarique Rahman” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ০৪ নভেম্বরে “Begum Khaleda Zia’s Speech | Park Plaza, London | 1 November 2015 শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
যেখানে ভিডিওটির ৪১ মিনিটে খালেদা জিয়া বলেছেন; “ আপনারা যতই বলেন যে, আন্দোলন; আন্দোলন ঢাকায়, সেভাবে করা সম্ভব হয়নি। কিন্তু গ্রামদেশে যে কি আন্দোলন হয়েছে! স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে এরকম আন্দোলন হয়নি।”
তাছাড়া, ভিডিওটির ২৫ মিনিট ১৯ সেকেন্ডে খালেদা জিয়া বলেছেন; “এই এরশাদ প্রথমে অংশগ্রহন করেনাই। এরশাদ কিন্তু রংপুর থেকে এরশাদ উইথড্র করেছে তার সিট। ঢাকা থেকে করতে চেয়েছে, জোর করে তাকে করতে দেয়া হয়নি। তাকে সিএইমএইচ এ- এরশাদ কিন্তু অংশগ্রহণ করতে চায়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভাল করে চেনেন। বউ এর সঙ্গেও গণ্ডগোল। বউ ও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।
পরবর্তীতে, “BNP Online” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ০২ নভেম্বরে “London Speech of Begum Khaleda Zia and Tarique Rahman | November 1, 2015” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই অনুষ্ঠানের ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাংক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের একটি ভিডিওর ৪১ মিনিটের সময়কার বক্তব্যের অংশ “আপনারা যতই বলেন যে, আন্দোলন; আন্দোলন ঢাকায়, সেভাবে করা সম্ভব হয়নি” এর ভিডিওর সাথে একই বক্তব্যের ২৫ মিনিট ১৯ সেকেন্ডের সময়কার বক্তব্যের অংশ “এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভাল করে চেনেন। বউ এর সঙ্গেও গণ্ডগোল। বউ ও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা” কিছুটা পরিবর্তন করে “আবার” শব্দটির স্থলে “আমার” এবং “তাকে” শব্দটির স্থলে “তারেক রহমানকে” উচ্চারিত অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জুড়ে দিয়ে বিকৃত করে তৈরি করা একটি ভিডিও বিগত কয়েক বছর ধরে ফেসবুকে বিভিন্ন সময়ে প্রচারিত হয়ে আসছে।
প্রসঙ্গত, পূর্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বিকৃত করে প্রচারিত একটি ভিডিও ভুয়া চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, নিজ পরিবারের মধ্যে গন্ডগোলের বিষয় নিয়ে খালেদা জিয়ার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- তারেক রহমান ইউটিউব- “Begum Khaleda Zia’s Speech | Park Plaza, London | 1 November 2015”
- BNP Online youtube- London Speech of Begum Khaleda Zia and Tarique Rahman | November 1, 2015
- অবজারভারবিডি- ‘Lady Hitler’ Hasina running BD: Khaleda