সম্প্রতি ‘খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা একই শিবিরে যুদ্ধ করেছিলাম:ফখরুল‘ শীর্ষক দাবিতে দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের আদলে তৈরি একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উল্লিখিত শিরোনাম বা তথ্যে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তবে ২০২১ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে মন্তব্য করেছিলেন। সম্প্রতি ফটোশপের মাধ্যমে মির্জা ফখরুলের পুরোনো ঐ মন্তব্যের সাথে “আমরা একই শিবিরে যুদ্ধ করেছিলাম” শীর্ষক তথ্য যুক্ত করে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের আদলে উক্ত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

সেখানে এই সংবাদটি প্রচারের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তাছাড়া আলোচিত এই সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটের টেক্সট ফন্টের সাথে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে।

অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে গত ১৯ আগস্ট ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদনে সংযুক্ত ছবি এবং ছবির ক্যাপশনের সাথে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ দাবিতে প্রচারিত স্ক্রিনশটটিতে থাকা ছবি এবং ছবির ক্যাপশনের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, উক্ত প্রতিবেদনের শিরোনাম এডিট করে ‘খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা একই শিবিরে যুদ্ধ করেছিলাম’ শীর্ষক বাক্যটি বসিয়ে আলোচিত স্ক্রিনশটটি তৈরী করা করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ম্যানুয়ালি অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত আগস্ট মির্জা ফখরুলের এই মন্তব্যের বিষয়ে আলোচিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে তৈরী এই স্ক্রিনশটটিকে ফেইক বলে জানানো হয়।

অর্থাৎ, আলোচিত দাবিতে ইনডিপেনডেন্ট টিভি কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাজ্ঞাপনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বলে সম্বোধন করে বলেন, ‘এই দেশের অন্যতম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তারা আটক করে রেখেছে। তিনি এখন অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ।’
মূলত, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য নিয়ে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়:ফখরুল’ শীর্ষক দাবিতে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত সংবাদের শিরোনাম এডিট করে সেখানে ‘খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা একই শিবিরে যুদ্ধ করেছিলাম’ শীর্ষক তথ্য যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করেছিলেন। তবে, সম্প্রতি তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং ইনডিপেনডেন্ট টিভিও এরূপ কোনো সংবাদ প্রতিবেদন বা ফটোকার্ড প্রচার করেনি।
উল্লেখ্য, পূর্বে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল করে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ‘খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা একই শিবিরে যুদ্ধ করেছিলাম:ফখরুল’ শীর্ষক শিরোনামে ইনডিপেনডেন্ট টিভির আদলে প্রচারিত স্ক্রিনশটটি বিকৃত বা এডিটেড।
তথ্যসূত্র
- Independent TV : Facebook Page
- Independent TV: Website
- Independent TV: YouTube Channel
- Independent TV: Facebook Post
- Independent TV: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: ফখরুল
- Bangla Tribune: খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল
- Rumor Scanner’s Own Analysis