Home Blog Page 854

ভারতের শিশুকে বাংলাদেশের শিশু বলে আর্থিক সহায়তার নামে প্রতারণা

0

সম্প্রতি “#আয়েশা_আক্তার_আলভিয়া কে বাচাতে এগিয়ে আসুন, ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হসপিটালে আয়েশাকে নেওয়া হয়, ডক্টর পরিক্ষা নিরিক্ষা করে জানায় আয়েশার ফুসফুস ছিদ্র ও কিডনি তে সমস্যা, বর্তমানে কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে” শীর্ষক শিরোনামে এক শিশুর ছবি আর্থিক সাহায্যের আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আয়েশা আক্তার আলভিয়া নামে প্রচারিত ছবির শিশুটি বাংলাদেশের নয় বরং ছবিগুলো Aashu Saini নামের ভারতের এক শিশুর।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে “3-Year-Old’s Kidneys and Liver Are Failing, He Needs Your Help” শিরোনামে গণ-অর্থায়ন প্ল্যাটফর্ম Milaap ওয়েবসাইটের একটি ফান্ডরাইজিং পোস্টে ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, Milaap এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে গত আগস্ট মাসে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

মূলত, ছবিতে থাকা শিশুটির নাম আশু সাইনি,বয়সঃ ৩ বছর, লিঙ্গঃ ছেলে। Milaap এর ফান্ডরাইজিং পোস্ট হতে জানা যায়, আশু’র অ্যাকিউট লিভার ফেইলিউর, স্টেজ 3 অ্যাকিউট রেনাল ফেইলিউর এবং হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম (HUS) ধরা পড়ে। তার লিভার স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং তার কিডনি তার রক্ত ​​থেকে বর্জ্য ফিল্টার করতে পারে না। আশুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন বলে ডাক্তার জানিয়েছিলেন।

Image Source: Milaap

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আশু’র ছবি সংযুক্ত করে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে; আয়েশা আক্তার আলভিয়া, পিতাঃ মোঃ হাকিম মিয়া, স্থায়ী বাসা: ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর পরিচয় দেয়া হচ্ছে এবং বলা হয়েছে আয়েশা আক্তার আলভিয়া বর্তমানে কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আয়েশার ফুসফুস ছিদ্র ও কিডনি তে সমস্যা। সেখানে পিতার নাম মোঃ হাকিম মিয়া উল্লেখ থাকলেও সহযোগীতা পাঠানোর জন্য বিভিন্ন গ্রুপ-পেজে করা পোস্টগুলোতে ভিন্ন ভিন্ন বিকাশ, নগদ, রকেট নাম্বার সংযুক্ত করা হয়েছে।

তবে বহুল ব্যবহৃত নাম্বারে (০১৮৫৯৪৬৯৬০২) রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। উক্ত নাম্বারটি Truecaller এবং Eyecon অ্যাপে সার্চ করার পর তা Fraud এবং Torun Mon Fd2 নামে প্রদর্শিত হচ্ছে।

এছাড়া প্রায় একই ক্যাপশনে ( ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করে ) ভিন্ন কিছু ছবি সংযুক্ত করে এধরণের সাহায্যের আবেদন গত কয়েকমাস মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে। সেসব পোস্ট গুলোতেও রোগীর বাবার নাম হাকিম মিয়া উল্লেখ থাকলেও নাম্বারের জায়গায় একেকজন পোস্টদাতা একেক নাম্বার ব্যবহার করেছে। এছাড়া, গত জুন মাসে করা পোস্টগুলোতে আয়েশাকে ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হস্পিটালে নেয়ার তারিখ ১০ মে ২০২১ দেয়া ছিলো, কিন্তু অক্টোবর মাসে করা পোস্টগুলোতে সে তারিখ পরিবর্তন করে ১০ আগস্ট ২০২১ দেয়া হয়।

আয়েশা আক্তার আলভিয়া নামে ফেসবুকে হওয়া পোস্টগুলোতে থাকা ভিন্ন ভিন্ন নাম্বারের তালিকাঃ 01784248634, 01757235323, 01923878211, 01968601782, 01672635360, 01814099612

রিউমর স্ক্যানার টিম কিশোরগঞ্জ জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, বর্তমানে এবং পূর্বে আয়েশা আক্তার আলভিয়া নামে কোনো রোগীর রেকর্ড নেই তাদের কাছে। তবে আয়েশা আক্তার আলভিয়া নামের বাংলাদেশের কোন শিশু বাস্তবিকভাবে রোগাক্রান্ত কিনা এবং তার আর্থিক সহায়তা প্রয়োজন কিনা তা নিশ্চিত করা যায়নি।

অর্থাৎ, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্য ভারতীয় শিশু’র ছবি সম্বলিত পোস্ট বাংলাদেশী শিশু দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: #আয়েশা_আক্তার_আলভিয়া কে বাচাতে এগিয়ে আসুন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Milaap: https://milaap.org/fundraisers/help-aashu-saini
  2. Milaap: https://milaap.org/stories/help-aashu-saini
  3. Milaap FB Post: https://www.facebook.com/315603771494/posts/10160219124366495
  4. Milaap Tweet: https://twitter.com/milaapdotorg/status/1422200214258081793
  5. Jahurul Islam Medical College Statement

লাক্স সুন্দরীর বিসিএস ক্যাডার হওয়ার খবরটি দুই বছর পুরোনো

0

সম্প্রতি “২০১০ সালের লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবংএখানে। ভুইফোড় পোর্টালে প্রকাশিত খবরের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক লাক্স তারকা তানজিমা সোহানিয়া এর বিসিএস ক্যাডার হওয়ার খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং দুই বছর পুরোনো।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ৩০ এপ্রিল দৈনিক কালের কন্ঠের অনলাইন সংস্করণে “লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। পাশাপাশি ২০১৯ সালের ২৯ এপ্রিলে জাগো নিউজ২৪“লাক্স সুন্দরী এখন স্বামীসহ বিসিএস ক্যাডার” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

দৈনিক কালের কন্ঠে প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে অপরিবর্তিত রেখে অর্থাৎ হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়াই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

মূলত, ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেয়া তানজিমা আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএস এ ২০১৯ সালে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়েছিলেন, একই বছরে ৩৭তম বিসিএস এ সোহানিয়ার স্বামী মেহেদি ইসলাম ফুয়াদ পুলিশ ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ সোহানিয়া তার ফেসবুক একাউন্টে ৩৭তম বিসিএস এ গেজেটপ্রাপ্ত হওয়ার অনুভূতি প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালের মার্চে চূড়ান্ত উত্তীর্ণদের গেজেট প্রকাশ করা হয়।

অর্থাৎ, দুই বছর পুরোনো একটি সংবাদকে হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়া অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ২০১০ সালের লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Kalerkantho: https://www.kalerkantho.com/online/entertainment/2019/04/30/764412
  2. Jagonews24: https://www.jagonews24.com/entertainment/news/496949
  3. Sohania FB Post: https://www.facebook.com/sohani.t.khan/posts/2387632427967315 / https://www.facebook.com/sohani.t.khan/posts/2416220681775156
  4. Bangla Tribune: https://www.banglatribune.com/302739/%E0%A7%A9%E0%A7%AD-%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87
  5. Jugantor: https://www.jugantor.com/national/157299/%E0%A7%A9%E0%A7%AD%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

পৃথিবীর সর্ববৃহৎ কোরআন শরীফের ছবি নয় এটি

0

সম্প্রতি, “পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র আল-কুরআন” শীর্ষক শিরোনামে একটি কোরআন শরীফের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

সর্ববৃহৎ কোরআন

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফ দাবিতে প্রচারিত কোরআন শরীফ টি সর্ববৃহৎ আল-কোরআন নয়।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে “Nusagates” নামক একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ০৫ মে “The Holy Quran Exhibition Medina” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম Google Maps-এ “The Holy Quran Exhibiation” এর অস্থিত্ব খুঁজে পায় এবং ছড়িয়ে পরা ছবিটির সাথে Google Maps-এ থাকা একাধিক ছবি যাচাই করে দুইটি কোরআন একই এ বিষয়ে নিশ্চিত হয়।

এছাড়াও ২০১৮ সালের ১৮ জুলাইয়ে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওর ৫ঃ১৮ সেকেন্ডের সময় একই কোরআনের ছবি লক্ষ করা যায়।

ফেসবুকে প্রচারিত ছবির কোরআন কি পৃথিবীর সর্ববৃহৎ কোরআন কিনা এর সত্যতা জানতে রিউমর স্ক্যানার টিম ‘The Holy Quran Exhibition’ এর সাথে যোগাযোগ করলে তারা জানায় “এই কোরআন পৃথিবীর বৃহত্তম কোরআন নয়, এর চেয়েও বড় কোরআন আছে”আলোচিত এই ছবিতে থাকা কোরআন সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ পেলে প্রতিবেদনটি আপডেট করা হবে।

পৃথিবীর সর্ববৃহৎ কোরআন কোনটি?

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক এখন পর্যন্ত সর্ববৃহৎ মুদ্রিত কোরআনের রেকর্ডটি করা হয়েছে ২০১১ সালের ১৭ নভেম্বরে রাশিয়ার কাজান শহরে। রেকর্ড করা এই কোরআন’টি উচ্চতায় ২ মিটার, ১.৫২ মিটার চওড়া এবং ০.১৭ মিটার পুরুত্ব বিশিষ্ট।

এ বিষয়ে RT.com এবং বিজনেস ইনসাইডার ২০১১ সালের নভেম্বর মাসে প্রতিবেদন প্রকাশ করেছিলো।

এছাড়া, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত এই কোরআনের পাশাপাশি আরো কিছু বড় কোরআন তৈরি হয়েছে যেগুলোকে পৃথিবীর সর্ববৃহৎ কোরআন দাবি করা হয়।২০১২ সালের ২৪ জানুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের “World’s biggest Quran” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তানের ক্যালিগ্রাফার সাবির হোসাইনি প্রায় ৫ বছর যাবত কাজ করে ৭ ফুট লম্বা এবং ৫ ফুট চওড়া একটি কোরআন তৈরি করেছেন।

২০১৬ সালের ২৩ মে ভারতীয় গণমাধ্যম Hindustan Time, The Quint এবং The Times of India এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ভারতের গুজরাট রাজ্যের ভাদোদারা শহরের একটি মসজিদে ২৫০ বছর পুরোনো একটি কোরআন রয়েছে যেটি প্রায় সাড়ে ছয় ফুট লম্বা এবং সাড়ে চার ফুট চওড়া। মসজিদ ট্রাস্টের সদস্যরা এটিকে বিশ্বের বৃহত্তম বলে দাবি করেন।

গত ৩১ আগস্টে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম Khaleej Times “Expo 2020 Dubai: Pakistani artist to showcase ‘world’s largest’ Holy Quran at mega event” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। পাকিস্তানি শিল্পী Shahid Rassam উচ্চ মানের ক্যানভাসে অ্যালুমিনিয়াম এবং সোনার ধাতুপট্টাবৃত শব্দ ব্যবহার করে পবিত্র কুরআনের আয়াতগুলো খোদাই করেছেন। ফ্রেম বাদে, কোরআন শরীফ’টির আকার ৮.৫ ফুট লম্বা এবং ৬.৫ ফুট চওড়া। রাসাম এটিকে Expo 2020 Dubai এ প্রদর্শন করেন। এছাড়াও বিষয়টি নিয়ে Geo News এবং ArabNews.pk প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ, মদিনার পবিত্র কোরআন প্রদশর্নী কেন্দ্রে থাকা একটি কোরআন’কে পৃথিবীর সর্ববৃহৎ আল-কুরআন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে আদতে যেটি সর্ববৃহৎ নয়, তাই দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র আল-কুরআন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Nusagates: https://nusagates.com/gambar/the-holy-quran-exhibition-madinah/
  2. Gmaps: https://goo.gl/maps/C9y4zrPDpxsBDPag6https://www.google.com/maps/uv?pb=!1s0x15bdbf071256beb9%3A0xad8698b8d5c3c59f!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMK6Pem2JS7854hP6jzSv-C874-mhViC7KeOBOz%3Dw213-h160-k-no!5sThe%20Holy%20Quran%20Exhibition%20Madinah%20-%20Google%20Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipOHvTSPpgX7DIXvGmdWEDBT4UlwurnXImlVTgFx&hl=en&sa=X&ved=2ahUKEwid9qnu0PnzAhX97XMBHXeDDBsQoip6BAg8EAMhttps://www.google.com/maps/uv?pb=!1s0x15bdbf071256beb9%3A0xad8698b8d5c3c59f!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMK6Pem2JS7854hP6jzSv-C874-mhViC7KeOBOz%3Dw213-h160-k-no!5sThe%20Holy%20Quran%20Exhibition%20Madinah%20-%20Google%20Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipOHvTSPpgX7DIXvGmdWEDBT4UlwurnXImlVTgFx&hl=en&sa=X&ved=2ahUKEwid9qnu0PnzAhX97XMBHXeDDBsQoip6BAg8EAMhttps://www.google.com/maps/uv?pb=!1s0x15bdbf071256beb9%3A0xad8698b8d5c3c59f!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMK6Pem2JS7854hP6jzSv-C874-mhViC7KeOBOz%3Dw213-h160-k-no!5sThe%20Holy%20Quran%20Exhibition%20Madinah%20-%20Google%20Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipOfNp7nHrVSW4JSU9Lzp1x-FtzOd5FZ1ldRq1Jp&hl=en&sa=X&ved=2ahUKEwid9qnu0PnzAhX97XMBHXeDDBsQoip6BAg8EAM
  3. YouTube: https://youtu.be/UmSz__1CtVY?t=318
  4. Guinness Worlds Records: https://www.guinnessworldrecords.com/world-records/100963-largest-printed-quran-quran-koran
  5. Business Insider: https://www.businessinsider.com/worlds-largest-quran-has-a-120-kilo-gold-and-silver-cover-2011-11
  6. YouTube: https://youtu.be/XV4q31oMPDY?t=2
  7. CBS News: https://www.cbsnews.com/pictures/worlds-biggest-quran/
  8. Hindustan Times: https://www.hindustantimes.com/india/vadodara-s-jama-masjid-claims-to-have-world-s-biggest-quran/story-Y8ivpE5im0w2lFcv0OWjdK.html
  9. The Quint: https://www.thequint.com/videos/vadodara-mosque-claims-to-house-the-worlds-largest-quran
  10. Times of India: https://timesofindia.indiatimes.com/videos/news/Vadodaras-Jama-Masjid-claims-to-have-worlds-biggest-Quran/videoshow/52399653.cms
  11. Khaleej Times: https://www.khaleejtimes.com/expo/expo-2020-dubai-pakistani-artist-to-showcase-worlds-largest-holy-quran-at-mega-event
  12. Geo Tv: https://www.geo.tv/latest/368064-pakistani-artist-to-showcase-worlds-largest-holy-quran-at-dubai-expo
  13. Arab News.pk: https://www.arabnews.pk/node/1929016/pakistan 

আফগান ক্রিকেটারদের নিজ অর্থায়নে বিশ্বকাপ খেলার তথ্যটি গুজব

0

সম্প্রতি, “তালিবানরা স্পন্সর না করায় মোহাম্মদ নাবীর টাকায় ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আফগানিস্তান দল। আর আমাদের কারনে পাওয়া স্পন্সরশীপ ডিল থেকে লাখ লাখ টাকা বেতন নিয়ে ১৪ বছরে ১ টা ম্যাচ জিতে আমাদেরই আয়নায় চেহারা দেখতে বলে..” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আফগান

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে এবং এখানে।

পাশাপাশি দেশের মূলধারার গণমাধ্যম একাত্তর টিভি এবং সময় টিভি উক্ত বিষয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং সরকার থেকে কোন রকম আর্থিক সহায়তা না পাওয়ায় খেলোয়াড় নাবী, রাশিদ সহ সকল ক্রিকেটারদের নিজস্ব আর্থিক পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ খেলছে আফগানিস্তান দল।

আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৪ অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে আফগানিস্তান ক্রিকেট দলের স্পন্সরশীপ সম্পর্কিত একটি তথ্য খুঁজে পাওয়া যায় যেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য সর্বোচ্চ ৪৫০,০০০ মার্কিন ডলারের বিডে Sediki Grup কে তাদের অফিসিয়াল স্পন্সর হিসেবে ঘোষণা করে।

পরবর্তীতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবাসাইটে গত ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞাপনে টেন্ডার বিজ্ঞপ্তি টি খুঁজে পাওয়া যায় এবং তাদের ওয়েবসাইটে স্পন্সরদের তালিকায় এবং আফগানিস্তানের জার্সিতে Sediki Grup এর লোগো দেখা যায়।

Sediki Group Logo/Photo by AFP
টেন্ডার নোটিশ
আফগান
টেন্ডার নোটিশটি সম্পূর্ণ দেখুন এখানে
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের নিচে থাকা তাদের স্পন্সর এবং পার্টনারের তালিকা

অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ অংশগ্রহণকারী প্রত্যেক দলে ১৫ ক্রিকেটার ও ৮ জন অফিসিয়াল রাখার অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এই ২৩ জনের খরচ আইসিসি ই বহন করবে।

তাছাড়া আফগান ক্রিকেটার মোহাম্মদ নাবী, রাশিদ খান সহ অন্যান্য ক্রিকেটারদের নিজস্ব অর্থায়নে বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত কোন নির্ভরযোগ্য খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয় নি।

উল্লেখ্য, আফগানিস্তান ক্রিকেট দলকে তালিবান সরকার স্পন্সর করেছে কিনা বা স্পন্সর করতে নাকচ করেছে কিনা এই সংক্রান্ত কোন তথ্য ইন্টারনেটে খুঁজে পায় নি রিউমর স্ক্যানার টিম। তবে আফগানিস্থান ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সিইও হামিদ শেনেওয়ারি কিছুদিন পূর্বে ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আফগানিস্তান ক্রিকেটে তালিবানদের ধারাবাহিক সাপোর্ট থাকবে। তারকা ক্রিকেটারদের চিন্তার কোন কারন নেই।”

এদিকে বিশ্বকাপে আফগানিস্তানদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর তালিবান এর কয়েকজন অফিসিয়ালস এর থেকেও শুভেচ্ছা বার্তা পায় আফগানিস্তান ক্রিকেট দল।

 

উল্লেখ্য, আফগানিস্তানের জার্সিতে MN7 এর লোগো (Mohammad Nabi , Jersey No. 7) থাকায় মোহাম্মদ নাবী আফগানিস্তান দলের স্পন্সর এমন বিভ্রান্তি জনমনে দেখা দিয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানাজার M.I Momand এর ১২ অক্টোবরে করা একটি টুইট থেকে জানা যায়, MN7 হলো ক্রিকেটার মোহাম্মদ নাবীর স্পোর্টস ইউনিফর্ম কোম্পানি।

গত ১৩ ই অক্টোবর প্রকাশিত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজের একটি বিবৃতি থেকে জানা যায়, টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ আফগানিস্তানের দলের কিট স্পন্সর হচ্ছে Kabul Sports নামের একটি প্রতিষ্ঠান, তবে পরবর্তীতে মোহাম্মদ নবীর স্পোর্টস ক্লথিং ব্র্যান্ড MN7 এর সাথে এক দ্বিপাক্ষিক চুক্তি করে কাবুল স্পোর্টস। সেই চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক বা এলিট ম্যাচগুলোতে কিট স্পন্সর হিসেবে থাকবে MN7 এর লোগো এবং ডোমেস্টিক ম্যাচগুলোতে থাকবে Kabul Sports এর লোগো। সেই সূত্রেই আফগানিস্তানের বিশ্বকাপ জার্সিতে MN7 এর লোগো কিট স্পন্সর হিসেবে রয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর গত আগস্টের প্রথম সপ্তাহ থেকেই আফগানিস্থানের ক্ষমতা দখল শুরু করে তালিবান এবং ১৫ আগস্ট ও পরবর্তী সময়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানির আফগানিস্থান ত্যাগের মাধ্যমে পুরোপুরিভাবে কোনরকম বাধা ছাড়াই আফগানিস্থানের ক্ষমতা দখল করে নেয় তালিবানরা। সেখানে পুরুষদের খেলাধুলা নিয়ে তালিবান সরকারের কোন ধরণের বাধা না থাকলেও নারীদের খেলাধুলায় অংশগ্রহণের অনুমতির বিষয়টি এখন পর্যন্ত সুস্পষ্ট নয়।

অর্থাৎ, তালিবান থেকে স্পন্সর না পাওয়ায় আফগানিস্তান ক্রিকেটারদের নিজ অর্থায়নে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: তালিবানরা স্পন্সর না করায় মোহাম্মদ নাবীর টাকায় ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আফগানিস্তান দল
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. ACB Twitter: https://twitter.com/ACBofficials/status/1448615783169396738 // Archive: https://perma.cc/5S6D-2R5V
  2. ACB Facebook: https://www.facebook.com/1585279335059992/posts/3048132802107964/
  3. Afghan Cricket Board Website sponsor logo: https://cricket.af/ // Archive: https://perma.cc/S54Q-KYWX
  4. Tender Notice: https://cricket.af/solicitation/afghanistan-national-team-sponsorship-rights-icc-men’s-t20-world-cup-2021 https://cdn.cricket.af/solicitations/files/1632734940.pdf // Archive: https://perma.cc/R4FN-ZS4E
  5. ACB CEO: https://www.indiatoday.in/sports/cricket/video/afghanistan-ceo-hamid-shinwari-interview-taliban-supportive-cricket-1845365-2021-08-25
  6. Reuters: https://www.reuters.com/world/asia-pacific/taliban-officials-celebrate-cricket-win-kabul-streets-subdued-2021-10-25/
  7. Reuters: https://www.reuters.com/lifestyle/sports/taliban-allow-mens-cricket-status-smaller-womens-programmes-unclear-2021-08-19/
  8. DW Bangla: https://www.dw.com/bn/%E0%A6%86%E0%A6%AB%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB-%E0%A6%97%E0%A6%A8%E0%A6%BF/a-58871576
  9. BBC: https://www.bbc.com/bengali/news-57774479
  10. Business Standard: https://www.business-standard.com/article/sports/t20-world-cup-icc-allows-nations-to-bring-15-players-8-officials-121081301843_1.html

 

UPDATE: 04 NOVEMBER 2021 at 8:01 PM:

আফগানিস্তানের জার্সিতে MN7 এর লোগো (Mohammad Nabi , Jersey No. 7) থাকায় মোহাম্মদ নাবী আফগানিস্তান দলের স্পন্সর এমন বিভ্রান্তি জনমনে দেখা দিয়েছে ফলে রিউমর স্ক্যানার টিম প্রতিবেদনটিতে উল্লেখ্য প্যারা সংযুক্ত করে MN7 সম্পর্কিত বিভ্রান্তি পরিষ্কার করেছে।

বিসিবিকে নিয়ে শোয়েব আক্তারের সমালোচনার ভিডিওটি ২ বছর পূর্বের

0

সম্প্রতি, “শোয়েব আক্তার বলেছেন বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে পাপনকে বাতিল করতে হবে। পাপন এই পদের যোগ্য নয়।” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

শোয়েব আক্তার

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবিকে নিয়ে শোয়েব আক্তারের সমালোচনা করা ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২ বছর পূর্বের।

ভিডিও সার্চিং প্রযুক্তি ব্যবহার করে ২০১৯ সালের ২৩ অক্টোবরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘Shoaib Akhtar Supports Bangladesh Cricket Team’s Strike | BCB on the Wrong Footing’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৯ সালের ২১ অক্টোবরে ১১ দফা দাবিতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। সেসময়ে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটকে সমর্থন দিয়ে ২৩ অক্টোবরে নিজ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার। যেখানে তিনি তার নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলেন, “আমার সোর্স আমাকে জানিয়েছে, তিনি (পাপন) এই পদের জন্য যোগ্য ব্যক্তি নয় এবং ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছে তাকে পদত্যাগ করতে হবে।” উল্লেখ্য, ভিডিওতে তিনি নিজে থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতে বলেননি বরং তিনি বলেছিলেন ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়ে বোর্ড সভাপতির পদত্যাগের দাবি তুলেছেন। সেসময় এ নিয়ে বিবিসি বাংলা এবং ডয়চে ভেলে বাংলা প্রতিবেদন প্রকাশ করেছিল।

শোয়েব আক্তার

শোয়েব আক্তার

কিন্তু, খেলোয়াড়দের ১১ দফা দাবির মধ্যে বোর্ড সভাপতির পদত্যাগ সংক্রান্ত কোন দাবি ছিলো না বরং তারা কোয়াব (খেলোয়াড়দের সমিতি) এর সভাপতি আর সাধারণ সম্পাদক এর পদত্যাগের দাবি করেছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবরে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেতন ও ভাতা বৃদ্ধিসহ তাদের ১১ দফা দাবি তুলে ধরেন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন বলে জানান। পরবর্তীতে ২৩ অক্টোবর রাত্রে দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে খেলোয়াড়দের ৯ টি দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় বিসিবি এবং এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করে খেলায় ফেরার ঘোষণা দেয় ক্রিকেটাররা।

অর্থাৎ, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের ২ বছরের পুরোনো একটি ভিডিওকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের দাবিতে পুনরায় প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শোয়েব আক্তার বলেছেন বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে পাপনকে বাতিল করতে হবে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Shoaib Akhter YouTube: https://www.youtube.com/watch?v=UQGzhARdd1o
  2. BBC News: www.bbc.com/bengali/news-50162818.amp
  3. DW Bangla: https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8/a-50965102
  4. Prothom Alo: https://www.prothomalo.com/sports/cricket/%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F
  5. BBC News: https://www.bbc.com/bengali/news-50122204
  6. DW Bangla: https://www.dw.com/bn/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0/a-50951895

আফগান ক্রিকেটার শেহজাদ এর মা টি-টুয়েন্টি বিশ্বকাপের মধ্যে নয়, গতবছরে মারা গিয়েছে

0

সম্প্রতি “দুইদিন আগেই মা মারা গেছেন অথচ বুকে পাথর চাপা দিয়ে খেলছেন ক্রিকেট আর তোমরা পেইনকিলারের গল্প শুনাও আয়নাবাজি করতে বল ?? জ্বি এনাদের মতো কিছু মানুষের জন্যই আফগানিস্তানের এতো দ্রুত উন্নতি ঘটছে আর আমরা আছি আয়নাবাজি, পেইনকিলার নিয়ে” শীর্ষক শিরোনামে আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ এর মায়ের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

শেহজাদ

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মাদ শেহজাদের মা দুই দিন পূর্বে অর্থাৎ টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মারা যাননি বরং শেহজাদ এর মা গতবছরের ডিসেম্বর মাসে মারা গিয়েছেন।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে আফগান ক্রিকেটার Rashid Khan এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২০ সালের ২৪ ডিসেম্বরে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে তিনি মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এবিপি লাইভ নিউজ’ ২০২০ সালের ২৪ ডিসেম্বরে “Mohammad Shahzad’s Mother Passes Away, Rashid Khan Expresses Grief” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এবং আফগান ভিত্তিক সংবাদমাধ্যম ‘Ariana News’ তাদের অফিশিয়াল টুইটার একাউন্টে ২০২০ সালের ২৩ ডিসেম্বরে শেহজাদের মায়ের মৃত্যুর খবরটি প্রকাশ করে।

 

এছাড়াও, আফগান ক্রিকেটার Mohammad Nabi, Samiullah Shinwari এবং Mirwais Ashraf সহ অনেকেই সেসময়ে তাদের নিজস্ব ফেসবুক পেজে শোক প্রকাশ করেন।

অর্থাৎ, টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ এর মায়ের মৃত্যুর বিষয়টি এবং মায়ের দুইদিন পূর্বের মৃত্যুর শোক নিয়ে শেহজাদের খেলা চালিয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ এর মা দুইদিন পূর্বে মারা গিয়েছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Rashid Khan Facebook Post: https://www.facebook.com/permalink.php?story_fbid=2856253927981607&id=1480520732221607
  2. Mohammad Nabi Facebook Post: https://www.facebook.com/permalink.php?story_fbid=3379394262182354&id=289329624522182
  3. Samiullah Shinwari Facebook Post: https://www.facebook.com/story.php?story_fbid=1616812405158491&id=114042312102182
  4. Mirwais Ashraf Facebook Posts: https://www.facebook.com/story.php?story_fbid=3109213312512508&id=198724970228038
  5. ABP Live: https://news.abplive.com/sports/cricket/mohammad-shahzads-mother-passes-away-rashid-khan-expresses-grief-1420074
  6. Ariana News Tweet: https://twitter.com/ArianaNews_/status/1341727736109420551?s=20

ত্রিপুরায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে জনসমাবেশ দাবিতে ভুয়া ভিডিও প্রচার

0

সম্প্রতি, “জেগে উঠেছে, ত্রিপুরা বাসী। ভারতের ত্রিপুরায় মসজিদে আগুন ভাংচুর করা এবং বিশ্ব নবিজী সাঃ কে কটুক্তি করার প্রতিবাদে বিশাল সমাবেশ। [স্থান… ত্রিপুরা কদমতলা]” শীর্ষক শিরোনামে একটি ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ত্রিপুরা

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ত্রিপুরায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশের নয় বরং এটি উত্তর প্রদেশের বাদাউনে এক মুসলিম নেতার জানাযার ভিডিও।

ইনভিড টূলসের সহায়তায় ভিডিওটির কিছু স্থিরচিত্র সার্চের মাধ্যমে ২০২১ সালের ০৯ মে ইউটিউবে “हुजूर पीर सालिम उल कादरी साहब का आखिरी सफर” (অনুবাদঃ Last journey of Huzoor Pir Salim ul Qadri Sahab) শিরোনামে প্রকাশিত ৩০ সেকেন্ড এর মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে ভিডিওটিতে ‘পীর সেলিম জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম Aaj Tak, Indian Express, NDTV, ANI – এ এ সংক্রান্ত প্রকাশিত কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, উত্তর প্রদেশের বাদাউনে মুসলিম নেতা ‘হজরত আবদুল হামিদ মোহাম্মদ সালিমুল কাদরি’ গত ০৯ মে, ২০২১ সালে মৃত্যুবরণ করেন। তার জানাযায় বিশাল জনসমাগম হয়। সেই জানাযায় অংশগ্রহণ কারীদের একটি ভিডিও সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছিলো যা বর্তমানে ভিন্ন দাবিতে পুনরায় প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গত ২৬ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে একটি মসজিদ ও কয়েকটি দোকান ভাংচুর সহ দুইটি দোকানে আগুন দেওয়া হয়েছে। পানিসাগরের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সৌভিক দে ‘ইন্ডিয়ান এক্সপ্রেসকে’ জানিয়েছেন, “বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের একটি অংশ চামটিল্লা এলাকায় একটি মসজিদ ভাংচুর করে, পরে তিনটি বাড়ি ও তিনটি দোকান ভাংচুর সহ দুইটি দোকানে আগুন ধরিয়ে দেয়।”

অর্থাৎ, পুরোনো ও ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বর্তমানে ত্রিপুরায় মসজিদে আগুন-ভাংচুরের প্রতিবাদে বিশাল সমাবেশ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জেগে উঠেছে ত্রিপুরা বাসী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. YouTube Video: https://youtu.be/PHGR44G-Y8Y // https://perma.cc/78ZN-PSCE
  2. Aaj Tak: https://www.aajtak.in/crime/news/photo/qazi-hazrat-abdul-hameed-mohammed-salimul-qadri-salim-mian-islamic-cleric-leader-funeral-covid-protocols-restrictions-ignored-badaun-uttar-pradesh-police-tstc-1252394-2021-05-10-2 // https://perma.cc/6X9R-QD4G // https://archive.ph/fAR7g
  3. Indian Express: https://indianexpress.com/article/india/large-numbers-at-badaun-clerics-funeral-case-lodged-7310145/
  4. NDTV: https://www.ndtv.com/india-news/uttar-pradesh-badaun-covid-rules-tossed-aside-at-up-clerics-funeral-thousands-attend-2439023
  5. ANI: https://www.aninews.in/news/national/general-news/covid-norms-flouted-as-thousand-attend-up-clerics-funeral-in-badaun-fir-lodged20210511034411/
  6. The Indian Express: https://indianexpress.com/article/north-east-india/tripura/tripura-mosque-vandalised-two-shops-set-on-fire-during-vhp-rally-7592208/

ছবিগুলো ত্রিপুরায় মুসলমান নির্যাতনের নয়

0

সম্প্রতি, “ত্রিপুরার মুসলমানদের জন্য দোয়া করুন সবাই। ভারতের একটি ছোট্ট অঙ্গরাজ্য ত্রিপুরা। ত্রিপুরায় এখন পর্যন্ত ১৬ টি মসজিদে আগুন এবং অনেক ঘর বাড়িতে আগুন লাগিয়েছে।” শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ত্রিপুরা

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো ত্রিপুরাতে মুসলমানদের উপর হামলার বা নির্যাতনের নয় বরং ছবিগুলো ২০১৯ এবং ২০২১ সালের জুনে ভারতে ঘটা ভিন্ন দুটি ঘটনার।

প্রথম ছবি যাচাইঃ রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ১২ ডিসেম্বরে India Today ওয়েবসাইটে “CAB is a new story, here’s how illegal migrants shaped politics in Assam and West Bengal” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পড়ুন এখানে

মূলত, রাজ্যসভায় পাস হওয়া নাগরিকত্ব (সংশোধন) বিলের বিরুদ্ধে মিছিল চলাকালীন গুয়াহাটিতে বিক্ষোভকারীদের হোর্ডিং পোড়ানোর ছবি এটি।

দ্বিতীয় ছবি যাচাইঃ রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৩ জুনে আলজাজিরায় “India: Fire rips through Rohingya camp, leaving hundreds homeless” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।

তৃতীয় ছবি যাচাইঃ রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০২১ সালের ১৩ জুনে প্রকাশিত Aasif Mujtaba নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে দুই যুবকের হাতে কোরআন শরীফ থাকা ছবিটি খুঁজে পাওয়া যায়। একই পোস্টে দ্বিতীয় ছবিটির উপস্থিতিও লক্ষ্য করা যায়।

মূলত, ২০২১ সালের জুন মাসে দিল্লির একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পরে দ্বিতীয় এবং তৃতীয় ছবিটি তোলা হয়েছিলো। Aasif Mujtaba যিনি পেশায় একজন স্বাধীন সাংবাদিক, বিষয়টি নিয়ে ২৮ অক্টোবর টুইটের মাধ্যমে জানান, এই ছবিগুলি নয়াদিল্লির কাঞ্চন কুঞ্জের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার, ত্রিপুরার নয়৷

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গত ২৬ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে একটি মসজিদ ও কয়েকটি দোকান ভাংচুর সহ দুইটি দোকানে আগুন দেওয়া হয়েছে। পানিসাগরের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সৌভিক দে ‘ইন্ডিয়ান এক্সপ্রেসকে’ জানিয়েছেন, “বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের একটি অংশ চামটিল্লা এলাকায় একটি মসজিদ ভাংচুর করে, পরে তিনটি বাড়ি ও তিনটি দোকান ভাংচুর সহ দুইটি দোকানে আগুন ধরিয়ে দেয়।”

অর্থাৎ, পুরোনো এবং ভিন্ন দুইটি ঘটনার ছবিকে বর্তমানে ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতনের চিত্র দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ত্রিপুরার মুসলমানদের জন্য দোয়া করুন সবাই
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. India Today / First Image: https://www.indiatoday.in/india/story/cab-is-a-new-story-here-s-how-illegal-migrants-shaped-politics-in-assam-and-west-bengal-1627548-2019-12-12
  2. Times of India: https://timesofindia.indiatimes.com/india/violent-protests-against-citizenship-bill-in-assam-curfew-imposed-in-guwahati/articleshow/72479556.cms
  3. The Print: https://theprint.in/diplomacy/dhaka-lodges-protest-with-india-after-bangladesh-diplomat-attacked-in-assam/334636/
  4. Al Jazeera / Second Image: https://www.aljazeera.com/news/2021/6/13/lost-everything-fire-engulfs-rohingya-camp-in-delhi
  5. Times of India: https://timesofindia.indiatimes.com/city/delhi/a-series-of-unfortunate-events-camp-fire-leaves-rohingya-homeless-again/articleshow/83493562.cms
  6. Aasif Mujtaba Insta / Third Image:https://www.instagram.com/p/CQCmMmmnvh7/
  7. Aasif Mujtaba Tweet:

  8. The Indian Express: https://indianexpress.com/article/north-east-india/tripura/tripura-mosque-vandalised-two-shops-set-on-fire-during-vhp-rally-7592208/

শাহরুখ খানের পুরোনো ছবি বিকৃত করে প্রচার

0

সম্প্রতি, “সন্তান বিপ‌দে থাক‌লে বাবারা ভা‌লো থাক‌তে পা‌রে না। কিং খানদের ম‌তো মানুষগু‌লো বিপ‌দে পড়‌লেও বিধ্বস্ত খানে প‌রিণত হন। দেখে খুবই খারাপ লেগেছে । আল্লাহ সবাই‌কে বিপদমুক্ত রাখুন, আমিন।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

শাহরুখ খানের

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের আটকের পরের কোন ছবি নয় বরং এটি ৪ বছর পূর্বের একটি ছবির বিকৃত রূপ।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৭ সালের ১৬ মার্চে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা কুইন্ট‘ এবং ‘ইন্ডিয়া টুডে‘ এর প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূলত, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিনে তাঁর বাসায় যাওয়ার পথে সদ্য ফটো সাংবাদিকতায় যুক্ত হওয়া একজন চিত্রগ্রাহক গাড়ির গতি খেয়াল না করে বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানের ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হোন। পরবর্তীতে শাহরুখ খান দ্রুতই তার দেহরক্ষীকে দিয়ে ঐ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সময়ের শাহরুখের উদ্বিগ্ন চেহারার একটি ছবিকে কিছুটা বিকৃত করে বর্তমানে প্রচার করা হচ্ছে।

শুন্যে ভাসমান পাথরের ছবিটি প্রযুক্তির সহায়তায় বিকৃত করা

0

সম্প্রতি “১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাসমান পাথর

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাথরটির শুন্যে ভেসে থাকার দাবিটি সত্য নয় বরং ছবিতে থাকা পাথরটি ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ভাসমান পাথর দাবিতে অসংখ্য ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তবে ছবিটির মূল উৎস সম্পর্ক কোন সঠিক তথ্য বা ধারণা পাওয়া যায় নি।

ভাসমান পাথরটির অবস্থান নিশ্চিতে গুগল ম্যাপের সহায়তায় দেখা যায়, সৌদি আরবের Al Twaitheer এ পাথরটি অবস্থিত এবং ম্যাপে পাথরটি “Floating Rock” হিসেবে চিহ্নিত করা রয়েছে।

ভাসমান পাথর

ভাসমান পাথর

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে পাথরটি সম্বলিত একাধিক ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায় এবং সেখানে দেখা যায় বড় পাথরের নিচে তিনটি ছোট পাথর রয়েছে এবং এগুলোর উপর ভর করেই বড় পাথরটি দাঁড়িয়ে আছে।

মূলত, কম্পিউটার প্রযুক্তির সহায়তায় ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে থাকা বড় পাথরের ছবিটি বিকৃত করে ছোট পাথর গুলো সরিয়ে বা মুছে দেওয়া হয়েছে ফলে পাথরটি শুন্যে ভাসমান মনে হচ্ছে।

উল্লেখ্য, একই ছবি বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দাবিতে প্রচারিত হলে ২০১৯ সালে এএফপি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে এবং চলতি বছরের আগস্ট মাসে ছবিটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হলে ফ্যাক্টওয়াচ বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ, ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে থাকা একটি পাথরের ছবিকে কম্পিউটার প্রযুক্তির সহায়তায় বিকৃত করে ১৪০০ বছর ধরে শুন্যে ভাসমান পাথর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Google Earth: https://earth.google.com/web/search/Floating+Rock,+%d8%b7%d8%b1%d9%8a%d9%82+%d8%a7%d9%84%d9%85%d9%84%d9%83+%d8%b9%d8%a8%d8%af+%d8%a7%d9%84%d8%b9%d8%b2%d9%8a%d8%b2%d8%8c+Al+Twaitheer+Saudi+Arabia/@25.42394824,49.6900445,132.1836054a,354.69892489d,35y,0.00000001h,47.95402281t,0r/data=CngaThJICiUweDNlMzc5NGQyYzA2YmM0ZmY6MHgxODk4Njc4YWQ3OGMyMGQ2GSWUvhBybDlAIV9PhYlQ2EhAKg1GbG9hdGluZyBSb2NrGAIgASImCiQJaj9zK37eM0ARkESVcVtxNcAZj483_zQFSUAh4q7liBONSsA6AwoBMA?authuser=0
  2. Google Maps: https://goo.gl/maps/E1E3Tm1qtJ49hGYA8
  3. YouTube: https://www.youtube.com/watch?v=sD7Jgwt1RGQ
  4. YouTube: https://www.youtube.com/watch?v=31vy6wGZR9Q
  5. YouTube: https://youtu.be/I-i5DWu8r74