শাহরুখ খানের পুরোনো ছবি বিকৃত করে প্রচার

সম্প্রতি, “সন্তান বিপ‌দে থাক‌লে বাবারা ভা‌লো থাক‌তে পা‌রে না। কিং খানদের ম‌তো মানুষগু‌লো বিপ‌দে পড়‌লেও বিধ্বস্ত খানে প‌রিণত হন। দেখে খুবই খারাপ লেগেছে । আল্লাহ সবাই‌কে বিপদমুক্ত রাখুন, আমিন।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

শাহরুখ খানের

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের আটকের পরের কোন ছবি নয় বরং এটি ৪ বছর পূর্বের একটি ছবির বিকৃত রূপ।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৭ সালের ১৬ মার্চে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা কুইন্ট‘ এবং ‘ইন্ডিয়া টুডে‘ এর প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূলত, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিনে তাঁর বাসায় যাওয়ার পথে সদ্য ফটো সাংবাদিকতায় যুক্ত হওয়া একজন চিত্রগ্রাহক গাড়ির গতি খেয়াল না করে বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানের ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হোন। পরবর্তীতে শাহরুখ খান দ্রুতই তার দেহরক্ষীকে দিয়ে ঐ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সময়ের শাহরুখের উদ্বিগ্ন চেহারার একটি ছবিকে কিছুটা বিকৃত করে বর্তমানে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুন: শুন্যে ভাসমান পাথরের ছবিটি প্রযুক্তির সহায়তায় বিকৃত করা

উল্লেখ্য, গত ২ অক্টোবর শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

অর্থাৎ, শাহরুখ খানের ৪ বছর পুরোনো একটি ছবিকে বিকৃত করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সাথে যুক্ত করে ছবিটিকে আরিয়ান খান গ্রেফতার পরবর্তী সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সন্তান বিপ‌দে থাক‌লে বাবারা ভা‌লো থাক‌তে পা‌রে না। কিং খানদের ম‌তো মানুষগু‌লো বিপ‌দে পড়‌লেও বিধ্বস্ত খানে প‌রিণত হন। দেখে খুবই খারাপ লেগেছে । আল্লাহ সবাই‌কে বিপদমুক্ত রাখুন, আমিন।
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. The Quint: https://www.thequint.com/entertainment/bollywood/shah-rukh-khan-car-ran-over-photographer-foot-outside-alia-bhatt-home#read-more
  2. India Today: https://www.indiatoday.in/movies/celebrities/story/alia-bhatt-birthday-srk-sidharth-malhotra-karan-johar-photos-965849-2017-03-16
  3. BBC News: https://www.bbc.com/bengali/news-58667671

আরও পড়ুন

spot_img