সম্প্রতি “১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাথরটির শুন্যে ভেসে থাকার দাবিটি সত্য নয় বরং ছবিতে থাকা পাথরটি ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ভাসমান পাথর দাবিতে অসংখ্য ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তবে ছবিটির মূল উৎস সম্পর্ক কোন সঠিক তথ্য বা ধারণা পাওয়া যায় নি।
ভাসমান পাথরটির অবস্থান নিশ্চিতে গুগল ম্যাপের সহায়তায় দেখা যায়, সৌদি আরবের Al Twaitheer এ পাথরটি অবস্থিত এবং ম্যাপে পাথরটি “Floating Rock” হিসেবে চিহ্নিত করা রয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে পাথরটি সম্বলিত একাধিক ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায় এবং সেখানে দেখা যায় বড় পাথরের নিচে তিনটি ছোট পাথর রয়েছে এবং এগুলোর উপর ভর করেই বড় পাথরটি দাঁড়িয়ে আছে।
মূলত, কম্পিউটার প্রযুক্তির সহায়তায় ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে থাকা বড় পাথরের ছবিটি বিকৃত করে ছোট পাথর গুলো সরিয়ে বা মুছে দেওয়া হয়েছে ফলে পাথরটি শুন্যে ভাসমান মনে হচ্ছে।
উল্লেখ্য, একই ছবি বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দাবিতে প্রচারিত হলে ২০১৯ সালে এএফপি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে এবং চলতি বছরের আগস্ট মাসে ছবিটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হলে ফ্যাক্টওয়াচ বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, ৩টি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে থাকা একটি পাথরের ছবিকে কম্পিউটার প্রযুক্তির সহায়তায় বিকৃত করে ১৪০০ বছর ধরে শুন্যে ভাসমান পাথর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Google Earth: https://earth.google.com/web/search/Floating+Rock,+%d8%b7%d8%b1%d9%8a%d9%82+%d8%a7%d9%84%d9%85%d9%84%d9%83+%d8%b9%d8%a8%d8%af+%d8%a7%d9%84%d8%b9%d8%b2%d9%8a%d8%b2%d8%8c+Al+Twaitheer+Saudi+Arabia/@25.42394824,49.6900445,132.1836054a,354.69892489d,35y,0.00000001h,47.95402281t,0r/data=CngaThJICiUweDNlMzc5NGQyYzA2YmM0ZmY6MHgxODk4Njc4YWQ3OGMyMGQ2GSWUvhBybDlAIV9PhYlQ2EhAKg1GbG9hdGluZyBSb2NrGAIgASImCiQJaj9zK37eM0ARkESVcVtxNcAZj483_zQFSUAh4q7liBONSsA6AwoBMA?authuser=0
- Google Maps: https://goo.gl/maps/E1E3Tm1qtJ49hGYA8
- YouTube: https://www.youtube.com/watch?v=sD7Jgwt1RGQ
- YouTube: https://www.youtube.com/watch?v=31vy6wGZR9Q
- YouTube: https://youtu.be/I-i5DWu8r74