সম্প্রতি “২০১০ সালের লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবংএখানে। ভুইফোড় পোর্টালে প্রকাশিত খবরের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক লাক্স তারকা তানজিমা সোহানিয়া এর বিসিএস ক্যাডার হওয়ার খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং দুই বছর পুরোনো।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ৩০ এপ্রিল দৈনিক কালের কন্ঠের অনলাইন সংস্করণে “লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। পাশাপাশি ২০১৯ সালের ২৯ এপ্রিলে জাগো নিউজ২৪ ও “লাক্স সুন্দরী এখন স্বামীসহ বিসিএস ক্যাডার” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
দৈনিক কালের কন্ঠে প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে অপরিবর্তিত রেখে অর্থাৎ হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়াই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
মূলত, ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেয়া তানজিমা আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএস এ ২০১৯ সালে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়েছিলেন, একই বছরে ৩৭তম বিসিএস এ সোহানিয়ার স্বামী মেহেদি ইসলাম ফুয়াদ পুলিশ ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ সোহানিয়া তার ফেসবুক একাউন্টে ৩৭তম বিসিএস এ গেজেটপ্রাপ্ত হওয়ার অনুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালের মার্চে চূড়ান্ত উত্তীর্ণদের গেজেট প্রকাশ করা হয়।
অর্থাৎ, দুই বছর পুরোনো একটি সংবাদকে হুবহু কপি করে তারিখ উল্লেখ ছাড়া অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ২০১০ সালের লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Kalerkantho: https://www.kalerkantho.com/online/entertainment/2019/04/30/764412
- Jagonews24: https://www.jagonews24.com/entertainment/news/496949
- Sohania FB Post: https://www.facebook.com/sohani.t.khan/posts/2387632427967315 / https://www.facebook.com/sohani.t.khan/posts/2416220681775156
- Bangla Tribune: https://www.banglatribune.com/302739/%E0%A7%A9%E0%A7%AD-%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87
- Jugantor: https://www.jugantor.com/national/157299/%E0%A7%A9%E0%A7%AD%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8