সম্প্রতি, “শোয়েব আক্তার বলেছেন বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে পাপনকে বাতিল করতে হবে। পাপন এই পদের যোগ্য নয়।” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবিকে নিয়ে শোয়েব আক্তারের সমালোচনা করা ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২ বছর পূর্বের।
ভিডিও সার্চিং প্রযুক্তি ব্যবহার করে ২০১৯ সালের ২৩ অক্টোবরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘Shoaib Akhtar Supports Bangladesh Cricket Team’s Strike | BCB on the Wrong Footing’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৯ সালের ২১ অক্টোবরে ১১ দফা দাবিতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। সেসময়ে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটকে সমর্থন দিয়ে ২৩ অক্টোবরে নিজ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার। যেখানে তিনি তার নিজস্ব সূত্রের বরাত দিয়ে বলেন, “আমার সোর্স আমাকে জানিয়েছে, তিনি (পাপন) এই পদের জন্য যোগ্য ব্যক্তি নয় এবং ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছে তাকে পদত্যাগ করতে হবে।” উল্লেখ্য, ভিডিওতে তিনি নিজে থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতে বলেননি বরং তিনি বলেছিলেন ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়ে বোর্ড সভাপতির পদত্যাগের দাবি তুলেছেন। সেসময় এ নিয়ে বিবিসি বাংলা এবং ডয়চে ভেলে বাংলা প্রতিবেদন প্রকাশ করেছিল।
কিন্তু, খেলোয়াড়দের ১১ দফা দাবির মধ্যে বোর্ড সভাপতির পদত্যাগ সংক্রান্ত কোন দাবি ছিলো না বরং তারা কোয়াব (খেলোয়াড়দের সমিতি) এর সভাপতি আর সাধারণ সম্পাদক এর পদত্যাগের দাবি করেছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবরে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেতন ও ভাতা বৃদ্ধিসহ তাদের ১১ দফা দাবি তুলে ধরেন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন বলে জানান। পরবর্তীতে ২৩ অক্টোবর রাত্রে দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে খেলোয়াড়দের ৯ টি দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় বিসিবি এবং এর প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করে খেলায় ফেরার ঘোষণা দেয় ক্রিকেটাররা।
অর্থাৎ, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের ২ বছরের পুরোনো একটি ভিডিওকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের দাবিতে পুনরায় প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শোয়েব আক্তার বলেছেন বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে পাপনকে বাতিল করতে হবে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Shoaib Akhter YouTube: https://www.youtube.com/watch?v=UQGzhARdd1o
- BBC News: www.bbc.com/bengali/news-50162818.amp
- DW Bangla: https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8/a-50965102
- Prothom Alo: https://www.prothomalo.com/sports/cricket/%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F
- BBC News: https://www.bbc.com/bengali/news-50122204
- DW Bangla: https://www.dw.com/bn/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0/a-50951895