লাবিব দাবি করে আর্থিক সাহায্য চাওয়া ছবিগুলো জুয়াইরিয়া নামের রোগাক্রান্ত এক শিশুর

সম্প্রতি, হেল্পপোস্ট হ্যাশট্যাগ যুক্ত করে ”আর ১ লাখ টাকা হলে লাবিবের চিকিৎসা হয়ে যাবে ইনসআল্লাহ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শিশুটির চিকিৎসার জন্য মোট ৭  লক্ষ টাকার প্রয়োজন।(আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় ও গ্রামের কমিটির সাহায্যে ও পরিবারের চেস্টাই ৩ লাখ  টাকা উঠেছে আরও সাড়া দিবেন ইনশাআল্লাহ)” শীর্ষক দাবিতে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আর্থিক সাহায্য

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সহায়তার নামে ফেসবুকে প্রচারিত ছবিগুলো লাবিব নামের কোনো অসুস্থ শিশুর নয় বরং ছবিগুলো জুয়াইরিয়া বিনতে হামজা নামের এক শিশুর।

মূলত, ছবিগুলো জুয়াইরিয়া বিনতে হামজা নামের বাংলাদেশি এক শিশুর। জুয়াইরিয়া বিলিয়ারি অ্যাট্রেসিয়া (Biliary Atresia) নামক লিভারের জটিল রোগে আক্রান্ত। শিশুটির লিভার ট্রান্সপ্ল্যান্ট এর জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানের ‘Dr. Rela Institute & Medical Centre’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শিশুটি। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ রুপি প্রয়োজন ছিল। বর্তমানে শিশুটির জন্য আর্থিক সহায়তা সংগ্রহ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, পূর্বেও প্রায় একই দাবিতে ছবিগুলো একাধিকবার ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে সে সময়ে বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন (,) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

আরও পড়ুন

spot_img