ফিনল্যান্ডে তুষারের মধ্যে টিউলিপ নয়, ছবিগুলো এআই দিয়ে তৈরি 

সম্প্রতি ‘ইউরোপের সবচাইতে ঠান্ডার দেশ ফিনল্যান্ডে তুষার মধ্যে টিউলিপ ফুল..ফুটে উঠছে খুব সৌন্দর্য’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফিনল্যান্ডের তুষারে টিউলিপ ফুল ফুটে থাকার দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে দাবিকৃত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করা হলে, ২০২৩ সালের মার্চ মাসে ফেসবুকে প্রচারিত একই ছবির আরও স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়, সেই পোস্টেও এগুলোকে বরফে টিউলিপের ছবি বলে দাবি করা হয়। তবে, ওই পোস্টে কোনো দেশের নাম উল্লেখ ছিল না।  

Screenshot: Facebook.

ছবিগুলো পর্যবেক্ষণ করে টিউলিপ ফুলের আকার ও ছবিতে আলোছায়ার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট Hive Moderation এ ছবিগুলো আপলোড করা হলে প্রত্যেকটি ছবির ক্ষেত্রেই প্রায় ৯৭% এর বেশী AI- Generated বলে ফলাফল পাওয়া যায়। 

Screenshot: Hive Moderation. 

এছাড়া, বরফের ওপর টিউলিপ ফোটার দাবি বাস্তবসম্মতও নয়। টিউলিপ চাষের জন্য প্রয়োজন সঠিক নিষ্কাশন ব্যবস্থা সমৃদ্ধ মাটি বা আধুনিক হাইড্রোপনিক পদ্ধতি। বরফের ওপর এ ধরনের চাষ কার্যকর নয়। ফিনল্যান্ডের মতো তীব্র শীতপ্রবণ দেশে খোলা পরিবেশে টিউলিপ টিকে থাকা প্রায় অসম্ভব। তাই দেশটিতে টিউলিপ চাষ নিয়ন্ত্রিত গ্রীনহাউসে করা হয়।

প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন সময় এআই দিয়ে তৈরিকৃত ছবি বাস্তব দাবিতে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তুষারের মধ্যে টিউলিপ ফুলের ছবি ফিনল্যান্ডের তুষারের মধ্যে টিউলিপ ফুল দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img