সম্প্রতি, “একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো! ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন?” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন, পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্যামেরায় তোলা ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত আলোচিত ছবিটি বাস্তব নয় বরং উক্ত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে। এছাড়া, ছবিতে যে মুখমণ্ডলের অবয়ব দৃশ্যমান তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার একটি ছবির আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘Reddit’ এ ‘r/brasilivre’ নামক গ্রুপে ‘u/raney93’ নামক অ্যাকাউন্ট থেকে গত ১২ আগস্ট “Ó o meninão passando no seu feed.” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত পোস্টের ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
তবে এই ছবিটির লোকেশন কোথায় বা কে তুলেছেন এমন কোনো তথ্য এই পোস্টে পাওয়া যায়নি।
আরও অনুসন্ধান করে, Reddit এ একই গ্রুপে একই অ্যাকাউন্ট থেকে গত ১৩ আগস্ট “Compilação final pra vocês mandarem pras tias do Zap!” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত চারটি ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
পোস্টটির কমেন্ট বক্সে ‘u/raney93’ অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট করে নিশ্চিত করেছেন যে তিনি এটি কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ছবি তৈরির টুলস Stable Diffusion এবং Control Net এর সাহায্যে তৈরি করেছেন।
বিষয়টি আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকারী ওয়েবসাইট ‘aiornot.com’ এ উক্ত দাবিতে প্রচারিত ছবিটি আপলোড করলে ওয়েবসাইটি ছবিটিকে কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হিসেবে শনাক্ত করে।
এছাড়া, ক্যামেরায় তোলা অসাধারণ ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত ছবির পোস্টের অনেকেই কমেন্টে জানান যে তারা ছবিটিতে একটি মুখমণ্ডলের অবয়ব দেখতে পাচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত ছবিটিতে কার মুখমণ্ডলের অবয়ব ছিলো তা অনুসন্ধানে রিউমর স্ক্যানার দেখে যে ছবিটি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার একটি ছবিকে অনুকরণ করে তৈরি করা হয়েছে।
মূলত, ঘরবাড়ি এবং ছোট খালের উপস্থিতিতে মানুষের মুখের অবয়বযুক্ত একটি ছবি সাধারণ ক্যামেরায় তোলা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় উক্ত দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সাহায্যে তৈরি করা। গত ১২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ‘Reddit’ এ ‘r/brasilivre’ নামক গ্রুপে ‘u/raney93’ নামক অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরির টুলস Stable Diffusion এবং ControlNet এর সাহায্যে তৈরি পোস্ট করলে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এছাড়া, ছবিতে থাকা মুখমণ্ডলের অবয়বটি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার একটি ছবির আকৃতি দিয়ে তৈরি করা।
উল্লেখ্য, Stable Diffusion হচ্ছে একটি লুকানো লেখা থেকে ছবি তৈরির ডিফিউশন মডেল। যেখানে যেকোনো অর্থবোধক লেখা ইনপুট দেওয়া হলে তা বাস্তববাদী ছবি তৈরি করতে সক্ষম। আর Control Net হচ্ছে একটি নিউরাল নেটওয়ার্ক কাঠামো যা অতিরিক্ত শর্ত যোগ করে ডিফিউশন মডেলগুলিকে নিয়ন্ত্রণ করে, এআই ইমেজ জেনারেশনে এটি নতুন মাত্রা যোগ করে।
প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন সময় এআই দিয়ে তৈরিকৃত ছবি বাস্তব দাবিতে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্রাজিলের প্রেসিডেন্টের আকৃতি দিয়ে তৈরি ছবিকে ক্যামেরায় তোলা বাস্তব ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- u/raney93 – Reddit Post
- u/raney93 – Reddit Post
- aiornot.com – Detect Result
- Rumor Scanner’s own analysis