সম্প্রতি, পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে শীর্ষক লেখা এবং বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের ছবি সম্বলিত একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে শীর্ষক লেখা তামিম ইকবালের ছবি সম্বলিত এই ছবিটি বাস্তব নয় বরং ভিন্ন ঘটনার একটি ছবিতে তামিম ইকবালের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mr. Battu Boi নামক ফেসবুক পেজে গত ২ নভেম্বরে প্রকাশিত একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

ছবিটিতে তামিম ইকবালের পরিবর্তে ভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করা যায়।
মূলত, পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে শীর্ষক লেখা এবং তামিম ইকবালের ছবি সম্বলিত একটি পোস্টার ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে উক্ত আলোচিত পোস্টারে ভিন্ন ব্যক্তির ছবি ছিলো এবং সেই পোস্টারে তামিম ইকবালের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তা যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে তামিম ইকবালকে নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে তামিম ইকবালকে নিয়ে আকাশ চোপড়ার নামে ভুয়া মন্তব্য প্রচার
- ডিবিসির ফটোকার্ড নকল করে তামিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতে ঢাকা এসেছেন সাকিব দাবিতে প্রচার
- তামিম ইকবালকে জড়িয়ে ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে প্রচার
সুতরাং, পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে শীর্ষক লেখা এবং তামিম ইকবালের ছবি সম্বলিত একটি পোস্টার ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিকৃত বা এডিটেড।
তথ্যসূত্র
Mr. Battu Boi – Facebook Post