ডিবিসির ফটোকার্ড নকল করে তামিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতে ঢাকা এসেছেন সাকিব দাবিতে প্রচার

সম্প্রতি, “বিশ্বকাপের পাঁচ সেঞ্চুরিয়ান ওপেনার গুরু তামিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতে ঢাকা এসেছেন সাকিব” শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

সাকিব

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফটোকার্ডটি ডিবিসি নিউজে’র তৈরি করা নয় বরং ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের আদলে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

ছবি যাচাই

অনুসন্ধানের শুরুতে ডিবিসি নিউজের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। 

পরবর্তীতে, আলোচিত ফটোকর্ড এবং ডিবিসি নিউজে’র প্রচলিত ফটোকার্ডের তুলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। 

বিশ্লেষণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ড এবং ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের ফন্টের অসঙ্গতি লক্ষ্য করা যায়।

IPhotocard comparison by Rumor Scanner.

পরবর্তীতে, বিষয়টির অধিকতর সত্যতা নিশ্চিত করা জন্য ডিবিসি নিউজের সিনিয়র ডিজিটাল মিডিয়া ম্যানেজার মো: কামরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত ফটোকার্ডের ফন্ট এবং কালার ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের মত নয়। এছাড়াও, উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেনি বলে নিশ্চিত করেন তিনি।

তথ্য যাচাই

আলোচিত ফটোকার্ডটিতে ক্রিকেটার তামিম ইকবালকে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির মালিক দাবি করা হয়।  

espn cricinfo এর ওয়েবসাইটে তামিম ইকবালের ব্যাটিং পরিসংখ্যান পাওয়া যায়।

espn cricinfo এর ওয়েবসাইটের তথ্যমতে, ক্রিকেটার তামিম ইকবাল ইকবাল ওডিআই বিশ্বকাপে কোনো সেঞ্চুরি পাননি। তবে, ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে একটি সেঞ্চুরি করেন তিনি। এছাড়াও, আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও একটি করে সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। 

Source: espn cricinfo

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টারে’র ওয়েবসাইটে ২০২৩ সালের ২৪ অক্টোবর “Riyad ton in vain as Tigers lose by 149 runs against Proteas” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করে সবার শীর্ষে অবস্থান করছেন তিনি। ২টি সেঞ্চুরি নিয়ে সাকিব আল হাসান দ্বিতীয় এবং ১টি সেঞ্চুরি নিয়ে মুশফিকুর রহিম তালিকার তৃতীয় অবস্থানে আছেন।

Source: The Daily Star

মূলত, গত ২৪ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর কোচ নাজমূল আবেদীনের সাথে ব্যাটিং অনুশীলন সেশনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন সাকিব আল হাসান। বিশ্বকাপ চলাকালীন সাকিব আল হাসানের ঢাকায় আসার ঘটনার প্রেক্ষাপটে ডিবিসি নিউজের একটি ফটোকার্ড বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য পূর্বেও, ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে জড়িয়ে ভূল তথ্য ছড়িয়ে পড়লে সেবিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, তামিম ইকবাল বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির মালিক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং “তামিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতে ঢাকা এসেছেন সাকিব” শীর্ষক শিরোনামে প্রচারিত ডিবিসি নিউজের লোগো সম্বলিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img