ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে তামিম ইকবালকে নিয়ে আকাশ চোপড়ার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তামিম ইকবালকে নিয়ে “তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না তার উচিত ইউটিউবিং করা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজে’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়।

তামিম

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক ভারতীয় ব্যাটসম্যান এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তামিম ইকবালকে নিয়ে আলোচিত মন্তব্য করেননি বরং ডিবিসি নিউজে’র প্রচলিত ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রথমত, আকাশ চোপড়া ক্রিকেটার তামিম ইকবালের বিষয়ে আলোচিত মন্তব্যটি করেছেন কী-না সে বিষয়ে অনুসন্ধান করা হয়। তবে দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে বা নির্ভরযোগ্য কোনো সূত্রে আকাশ চোপড়ার এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে কোথাও আলোচিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজে’র ফেসবুক পেজে ২০২৩ সালের ২৭ অক্টোবরের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, আলোচিত ফটোকার্ডটি ডিবিসি নিউজে’র লোগো ব্যবহার করে ভুয়া দাবিতে প্রচারিত হচ্ছে। 

Source: DBC News Facebook Page 

এই ব্যাপারে অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে ডিবিসি নিউজে’র সিনিয়র ডিজিটাল মিডিয়া ম্যানেজার মো: কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং ডিবিসি নিউজে’র তৈরিকৃত নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

মূলত, ক্রিকেটার তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার প্রেক্ষাপটে তামিম ইকবালকে নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার “তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না তার উচিত ইউটিউবিং করা” শীর্ষক মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, আকাশ চোপড়া তামিম ইকবালকে নিয়ে এরূপ কোনো মন্তব্য করেননি, ডিবিসি নিউজও আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেনি।

উল্লেখ্য, পূর্বেও ক্রিকেটার তামিম ইকবালকে জড়িয়ে ডিবিসি নিউজের ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড প্রচারিত হলে সেবিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, আকাশ চোপড়া তামিম ইকবালকে নিয়ে “তামিম কোনো খেলোয়াড়ের তালিকায় পড়ে না তার উচিত ইউটিউবিং করা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Facebook Page: DBC News
  • Statement of Md. Kamrul Islam, Sr. Manager, Digital Media, DBC News
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img