আল-আকসা মসজিদের ইমামকে মেরে ফেলার দাবিটি মিথ্যা

সম্প্রতি,‘আল-আকসা মসজিদের ইমামকে মেরে ফেলেছে ইসরায়েল’ শীর্ষক দাবিতে একটি লাশ বহন করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

Screenshot from Facebook

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি বাহিনী কর্তৃক আল-আকসা মসজিদের ইমাম হামলার শিকার হয়ে মারা যাননি বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওতে আল-আকসা মার্টায়ার ব্রিগেড কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির মৃতদেহ বহন করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। তাছাড়া, আল-আকসা মসজিদের ইমাম সুস্থ আছেন।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছড়িয়ে পড়া ভিডিওটির কি-ফ্রেম থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২২ সালের ৯ আগস্ট ইসরায়েলের সংবাদমাধ্যম ‘Haaretz’ এ “Two Palestinian Militants, 16-year-old Killed During Israeli Military Raid in Nablus” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের একটি ছবির সাথে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির একট স্থিরচিত্রের মিল খুঁজে পাওয়া যায়।

Collage by Rumor Scanner

ছবিটির ক্যাপশনে লেখা ছিল, মঙ্গলবার শোকাহতরা আল-আকসা মার্টায়ার ব্রিগেড কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির মরদেহ বহন করছে।

কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ২০২২ সালের ৯ আগস্ট ‘Al Jazeera’ তে “Israeli forces kill al-Aqsa Brigades commander in Nablus raid” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও ইসরায়েলি বাহিনী কর্তৃক আল-আকসা মার্টায়ার ব্রিগেড কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির মৃত্যুর খবর পাওয়া যায়।

Screenshot from Al Jazeera

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওতে আল-আকসা মার্টায়ার ব্রিগেড কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির মৃতদেহ বহন করে নিয়ে যেতে দেখা গেছে।

পরবর্তীতে আল-আকসা মসজিদের ইমামের সাম্প্রতিক অবস্থার বিষয়ে নিশ্চিত হতে অনুসন্ধান করে গত ২২ এপ্রিল সৌদি আরব ভিত্তিক ফেসবুক পেজ ‘Haramain Sharifain’ এ একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ সুদাইসের সাথে ঈদুল ফিতরে দেখা করেছেন আল আকসার ইমাম। 

Screenshot from Facebook

অর্থাৎ, আল-আকসা মসজিদের ইমাম মারা যাননি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

মূলত, ২০২২ সালে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল-আকসা মার্টায়ার ব্রিগেড কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির মৃত্যু হয়। পরবর্তীতে তার লাশ বহনকারী ভিডিওটি সম্প্রতি ইসরায়েলি বাহিনী কর্তৃক আল-আকসা মসজিদের ইমামের মৃত্যুর পর তার লাশ বহন করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে। কিন্তু দাবিটি সঠিক নয়। তাছাড়া, আল-আকসার ইমামের সাম্প্রতিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, তিনি সুস্থ রয়েছেন। 

প্রসঙ্গত, পূর্বেও আল-আকসা মসজিদে হামলা নিয়ে ইন্টারনেটে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই ইসরায়েলি পুলিশ কর্তৃক তৎকালীন আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরি আহত হন।

সুতরাং, ‘আল-আকসা মসজিদের ইমামকে মেরে ফেলেছে ইসরায়েল’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img