সম্প্রতি ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার “হাই, আমি অক্ষয়। আমি আপনাদের বলতে চাই যে আমি হিন্দু না, আমি মুসলিম না। আমি ফিলিস্তিন কে সমর্থন করছি হ্যাঁ আমি ফিলিস্তিনকে সমর্থন করছি।” শীর্ষক দাবিতে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একাধিক ভিডিও প্রচারিত হচ্ছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানানের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করে উল্লিখিত দাবিতে কোনো বক্তব্য দেননি বরং ভিন্ন ভিন্ন দুইটি ঘটনার ভিডিওতে টিকটক ফিল্টার ব্যবহার করে উক্ত ভিডিওগুলো তৈরি করা হয়েছে।
প্রথম ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ভারতের ‘Mumbai Traffic Police’ এর টুইটার অ্যাকাউন্টে ১১ জানুয়ারি ২০২৩ তারিখে “खिलाडी @akshaykumar आपल्याला सांगत आहेत वाहतूक सुरक्षेचे महत्त्व! ऐकणार ना आपल्या बॉसचं” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার সেদিন ভারত সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে মুম্বাই ট্রাফিক পুলিশের টুইটারে একটি সচেতনতামূলক ভিডিও বার্তা দেন। তবে সেখানে ফিলিস্তিনিদের সমর্থন নিয়ে কোনো কিছু বলেন নি।
অনুসন্ধানে টিকটক অ্যাপে একটি ফিলিস্তিন পতাকা এবং আরবিতে ফিলিস্তিন লেখা সহ ‘Palestine’ নামে একটি ফিল্টার পাওয়া যায়। উক্ত ফিল্টার ব্যবহার করে অক্ষয় কুমারের মুম্বাই ট্রাফিক পুলিশের টুইটারে সচেতনতামূলক ভিডিও বার্তাএডিট করে এমনটা করা হয়েছে।
উক্ত ফিল্টার ব্যবহার করে অন্যান্য টিকটক অ্যাকাউন্ট থেকেও আরও অনেক কন্টেন্ট তৈরি হয়েছে।
অনুসন্ধানের মাধ্যমে ২৪ জুন ২০২২ এ ‘Akshay Kumar’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “Sending my best wishes, hamesha” শীর্ষক শিরোনামে একটি ভিডিওটির সাথে দ্বিতীয় দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। অক্ষয় কুমারের এই ভিডিওটি ছিলো সে সময়ের একটি চলচ্চিত্রের প্রমোশনাল ভিডিও।
উল্লেখ্য, ইন্টারনেটে অনুসন্ধানে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের টিকটক অ্যাকাউন্ট থাকা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ৫ এপ্রিল ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজরত অবস্থায় হামলা করলে সেই বিষয়টি নিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করছেন দাবি করে একাধিক ভিডিও প্রচারিত হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের ফিলিস্তিনকে সমর্থনের যে ভিডিওগুলো টিকটকে প্রচার করা হচ্ছে তা আসল নয় বরং ভিন্ন ভিন্ন দুইটি ঘটনার ভিডিওতে টিকটক ফিল্টার ব্যবহার করে উক্ত ভিডিওগুলো তৈরি করা হয়।
প্রসঙ্গত, এর আগেও বলিউডে বিভিন্ন তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করেছেন দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওগুলো এডিটেড।
তথ্যসূত্র
- Mumbai Traffic Police – Twitter
- Tiktok – Palestine Effect
- Instagram – “Sending my best wishes, hamesha”
- Akshay Kumar – Facebook Account
- Akshay Kumar – Instagram