সম্প্রতি ‘বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী এবং র্যাব প্রধান শেষ‘ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী নামার কোনো ঘটনা ঘটেনি এবং র্যাব প্রধান শেষ হওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং ভিডিওটির থাম্বনেইলে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী এবং সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদের ছবি ব্যবহার করে অধিক ভিউ পাবার আশায় উক্ত ক্যাপশন এবং থাম্বনেইল ব্যবহার করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গত ৩১ মার্চ News Plus নামের একটি ফেসবুক পেজ থেকে ‘বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী, র্যাব প্রধান শেষ’ শীর্ষক ক্যাপশন এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিন। ৮ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছে রিউমর স্ক্যানার টিম। আমরা যাচাই করে দেখেছি, ৮ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত মোট ৬টি বিষয়ের ওপর সংবাদ পাঠ করা হয়ঃ
- গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন, বলছে মির্জা ফখরুল
- আমিনুলের অভিযোগঃআওয়ামী লীগ সরকার জনগণের ওপর চেপে বসেছে
- রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি
- এবার শেখ হাসিনা সক্রিয় হচ্ছে নির্বাচনী কুটনীতিতে
- গণ অধিকার পরিষদের অভিযোগ সাংবাদিক ও রাজনীতিবিদদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে এবং
- বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে দূরত্ব
প্রচারিত নিউজ বুলেটিন ভিডিও’র কোথাও বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী এবং র্যাব প্রধানের বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি দেশীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে এমনকোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া থাম্বনেইলে ব্যবহৃত ছবিটি বর্তমান র্যাব প্রধানের নয়। এটি সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদের ছবি। যিনি কয়েক বছর আগেই সংস্থাটির প্রধানের দায়িত্ব থেকে সাবেক হয়েছেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিও’র বিস্তারিত প্রতিবেদন, থাম্বনেইলে ভুল তথ্য উপস্থাপন এবং এবিষয়ে গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় এটা স্পষ্ট যে, বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী এবং র্যাব প্রধান শেষ হওয়ার তথ্যটি সঠিক নয়।
মূলত, গত ৩১ মার্চ একটি ভূঁইফোড় পেজ থেকে বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী এবং র্যাব প্রধান শেষ শীর্ষক চটকদার ক্যাপশন ও থাম্বনেইলে একটি নিউট বুলেটিন ভিডিও প্রচারিত হয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উক্ত ভিডিওতে বিএনপির পক্ষে সেনাবাহিনীর মাঠে নামা এবং র্যাব প্রধান সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে র্যাবের প্রধান এম খুরশীদ হোসেন হলেও থাম্বনেইলে সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ এর ছবি ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, ক্যাপশন এবং থাম্বনেইলে প্রচারিত তথ্যের সাথে ভিডিও প্রতিবেদনের মূল সংবাদের কোথাও উল্লেখ না করে অধিক ভিউ পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে একই কাজ করে আসছে উক্ত ফেসবুক পেজটি। এরকম বেশকয়েকটি তথ্যের সত্যতা যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। এরকম কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়া একটি নিউজ বুলেটিন ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইলে বিএনপির পক্ষে মাঠে সেনাবাহিনী এবং র্যাব প্রধান শেষ বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner Own Analysis
- বার্তা ২৪: পুলিশ প্রধান বেনজীর, র্যাবের আব্দুল্লাহ আল মামুন