সম্প্রতি, বাংলাদেশের প্রথম বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট সেবা চালু করেছে বাংলাদেশ সরকার। তবে এই বিষয়টি প্রচার করতে গিয়ে “দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ই-গেট’ চালু করলো বাংলাদেশ” শীর্ষক একটি তথ্য দেশীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ই-গেট’ চালু করেছে বাংলাদেশ” শীর্ষক দাবিটি সঠিক নয় বরং বাংলাদেশের পূর্বে দক্ষিণ এশিয়াতে মালদ্বীপ এবং ভারতে ই-গেট সেবা চালু হয়েছে।
“দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ই-গেট’ চালু করেছে বাংলাদেশ” শীর্ষক দাবিটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে কাজ শুরু করে এবং পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে, দেশীয় মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এ ২০২২ সালের ৩১মে “ই-গেট চালু হচ্ছে জুলাইয়ে, পুলিশ ছাড়াই করা যাবে ইমিগ্রেশন” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে দাবি করা হয় – “যদি জুলাই মাসে ই-গেট চালু করা যায় তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-গেট চালুর স্বীকৃতি পাবে।”

ঢাকা পোস্টের প্রতিবেদন প্রকাশের ১ঘন্টা ৩৭ মিনিট পর অর্থাৎ ০৪.০৫ মিনিটে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি স্টার’ এর বাংলা বিভাগের অনলাইন সংস্করণে “দ্রুত ইমিগ্রেশনে ৭ জুলাই থেকে শাহজালাল বিমানবন্দরে ই-গেট” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে দাবি করা হয় – “দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করেছে”।

এছাড়া একই দিনে একই দাবিতে মূলধারার গণমাধ্যম এনটিভি এবং সময়ের আলো এর অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
পরবর্তীতে, গতকাল ০৭ জুন হযরত শাহজালাল বিমানবন্দরে ই-গেট সেবা উদ্ভোধন উপলক্ষে “দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ই-গেট’ চালু করেছে বাংলাদেশ” শীর্ষক দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি, আর টিভি, সময় টিভি, একাত্তর টিভি, চ্যানেল২৪, চ্যানেল আই, নিউজ২৪, যুগান্তর, জাগোনিউজ২৪, এবিসি নিউজ, আলোকিত বাংলাদেশ, আমার সংবাদ ও দেশ টিভি এর অনলাইন সংস্করণে সংবাদ প্রচারিত হয়।

তাছাড়া, একই দাবিতে দেশীয় প্রথম সারির পত্রিকা ডেইলি স্টার (ইংরেজি), ডেইলি সান, ‘টিবিএস’ (ইংরেজি), ‘ইনকিলাব’, ‘নয়া দিগন্ত’, ‘ভোরের কাগজ’, ‘সমকাল’, ‘ইত্তেফাক’ ও ‘দৈনিক জণকন্ঠ’ এর অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
এছাড়াও, অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ (বাংলা), ‘ডেইলি বাংলাদেশ’, ‘বাংলানিউজ২৪’ এবং ‘ঢাকা পোস্ট’ এ একই দাবিতে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানের মাধ্যমে রিউমর স্ক্যানার টিম, মালদ্বীপের ইমিগ্রেশন বিষয়ক সরকারি ওয়েবসাইট ‘Maldives Immigration’ এ ২০১৬ সালের ২৬ জানুয়ারিতে “President Launches Biometric Passport and Immigration Auto-Gate Service” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে উল্লেখ রয়েছে – “President Abdulla Yameen Abdul Gayoom has this evening launched the new biometric passport and immigration auto-gate service in the Maldives.”।

পরবর্তীতে ‘Maldives Independent’ এবং ‘identityweek.net’ নামের পৃথক দুইটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০১৬ সালের ২৫ জানুয়ারিতে মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট সেবা চালু সংক্রান্ত সংবাদ খুঁজে পাওয়া যায়।
এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ‘The Times Of India’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৩ ডিসেম্বরে “DIAL introduces e-boarding facility at Delhi airport” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে – “Delhi airport operator DIAL has introduced an e-boarding facility for passengers at all the three terminals of the airport”।

পাশাপাশি, একই তারিখে ভারতীয় সংবাদমাধ্যম ‘Hindustan Times’ এবং ‘Zee News’ নামের পৃথক দুইটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভারতের দিল্লী বিমানবন্দরে ই-গেট সেবা চালু সংক্রান্ত সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্যসূত্র গুলো পর্যালোচনা করে এটা নিশ্চিত হওয়া গেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পূর্বেও মালদ্বীপ এবং ভারতে যথাক্রমে ২০১৬ এবং ২০২১ সালে বিমানবন্দরে ই-গেট সেবা চালু করা হয়েছে।
ই-গেট কি?
ই-গেট হলো বিমানবন্দরে স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। সাধারণত ই-পাসপোর্ট ব্যবহারকারীরাই বিমানবন্দরে এই সেবা পেয়ে থাকেন।
মূলত, মালদ্বীপের ইমিগ্রেশন বিষয়ক সরকারি ওয়েবসাইট এবং ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৬ সালে এবং ভারতের দিল্লী বিমানবন্দরে ২০২১ সালে ই-গেট সেবা চালু করা হলেও গতকাল ০৭ জুন বাংলাদেশের প্রথম বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট সেবা উদ্ভোধনকে কেন্দ্র করে “দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ই-গেট’ চালু করলো বাংলাদেশ” শীর্ষক দাবিটি দেশীয় মূলধারার গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: টাকার বিপরীতে ডলারের মূল্য হ্রাস-বৃদ্ধি হওয়া এবং এই মূল্য নির্ধারণ হয় কিভাবে?
প্রসঙ্গত, এর আগে একইভাবে ‘দক্ষিন এশিয়ায় প্রথম ১০০% বিদ্যুতের দেশ বাংলাদেশ’ দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশের বিমানবন্দরে ‘ই-গেট’ সেবা চালু দাবি করে গণমাধ্যমে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Maldives Immigration Website: https://immigration.gov.mv/president-launches-biometric-passport-and-immigration-auto-gate-service/
- Maldives Independent: https://maldivesindependent.com/society/maldives-unveils-new-e-passports-121720
- Identityweek.net: https://identityweek.net/maldives-epassport-launched-with-new-egates/
- The Times Of India: https://timesofindia.indiatimes.com/city/delhi/dial-introduces-e-boarding-facility-at-delhi-airport/articleshow/88256753.cms
- Hindustan Times: https://www.hindustantimes.com/india-news/delhi-airport-installs-e-boarding-gates-here-s-how-it-will-work-101639396480268.html
- Zee News: https://zeenews.india.com/india/delhi-airport-installs-e-boarding-gates-for-seamless-travelling-heres-how-it-works-2419004.html
- Home Office: https://youtu.be/V00e8l–hso