সম্প্রতি, উপস্থাপকের উপর রেগে গেলেন ওবায়দুল কাদের সাহেব শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
যা দাবি করা হচ্ছে
ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন উপস্থাপক বলছেন, ‘আমাদের সামনে এই মূহুর্তে বক্তব্য রাখবেন কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের এমপি’। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ‘এতো কথা বলো কেন? উপস্থাপক এতো কথা বলে না’।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি)’র সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের বলেননি বরং এক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বক্তব্যের পূর্ব মুহূর্তে অনুষ্ঠানের সঞ্চালক কর্তৃক ওবায়দুল কাদেরকে সম্বোধনের অংশে ভিন্ন অডিও জুড়ে দিয়ে তার সাথে উক্ত সম্বোধন নিয়ে বক্তব্যের শুরুর অংশ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটি সত্য কিনা তা যাচাইয়ে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে News ABC নামক ফেসবুক পেজে গত ২৮ আগস্ট “উপস্থাপকের উপর বিরক্ত ওবায়দুল কাদের এমপি, বেশি প্রশংসা করতে গিয়ে বিপাকে উপস্থাপক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর বেকগ্রাউন্ড এবং ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওর কিছু অংশ এবং আলোচিত ভিডিওতে দোওয়া ওবায়দুল কাদেরের বক্তব্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে দেখা যায়, ‘এই বয়সেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, যার কর্মকান্ড দেখে আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই আমাদের সেই আজকের প্রধান অতিথি জননেতা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি আমাদেত সামনে দিক নির্দেশনামূলক আমাদের এই উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি।’
জবাবে ওবায়দুল কাদের বলেন, “এতো কথা কথা বলো কেন? উপস্থাপক এতো কথা বলে না। কথা কমাও। উপস্থাপনা করার সময় একটু কম করে বলো। আমাকে সবাই চেনে, তুমি আমার জন্য ৫ মমিনিট ব্যয় করলে এড্রেস করার জন্য। আমার এ এড্রেসের যেগুলো তুমি বললা এগুলা না থাকলে কি নেত্রী (শেখ হাসিনা) আমাকে তিনবার সেক্রেটারি করে? এতো বছর মন্ত্রী ডাকে এই মানুষ গুলো কি বেকুব, এরা এসব খবর জানেনা?”
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে MT World নামক ইউটউব চ্যানেলে গত ২৮ আগস্ট “উপস্থাপকের উপর বিরক্ত ওবায়দুল কাদের এমপি, বেশি প্রশংসা করতে গিয়ে বিপাকে উপস্থাপক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
অনুসন্ধানের এই পর্যায়ে রিউমর স্ক্যানার টিম আলোচিত ভিডিওটি কবে কোন অনুষ্ঠানে ধারণ করা তা জানতে ফেসবুকে পাওয়া ভিডিও দুইটির প্রকাশের তারিখ অর্থাৎ ২৮ আগস্ট ওবায়দুল কাদের কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করে। উক্ত বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম জানতে পারে, গত ২৮ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে সংস্থাটির সদর দপ্তরের সামনে আয়োজিত ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
পরবর্তীতে উক্ত অনু্ষ্ঠানের বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির বেকগ্রাউন্ড এবং ছবিতে থাকা ওবায়দুল কাদের এবং তার পাশে সাদা পাঞ্জাবি পড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে আলোচিত ভিডিওতে থাকা ওবায়দুল কাদের এবং উপস্থাপকের পোশাকের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
সময় টিভি’র এই প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের নাম উল্লেখ না থাকায় এ বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন পড়ে দেখে রিউমর স্ক্যানার টিম। প্রথম আলো’র প্রতিবেদন থেকে জানা যায়, আইইবি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এই মঞ্জুরুল হকই ভিডিওতে থাকা উপস্থাপক।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে উপস্থাপক কর্তৃক ওবায়দুল কাদেরকে বিদ্রুপসূচক সম্বোধনের বিষয়টি সত্য নয়।
মূলত, গত ২৮ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিলের (আইইবি) এর উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন উক্ত সংঠনের আইইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু। উক্ত অনুষ্ঠানে ওবায়দুল কাদেরকে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানানোর সময় মঞ্জুরুল হক তাকে লম্বা সম্বোধন করেন এবং এই সম্বোধন প্রেক্ষিতে ওবায়দুল কাদের তার বক্তব্যের শুরুতে কিছু কথা বলেন। এই সম্বোধনের শেষ অংশে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘কাউয়া কাদের ওরফে’ শীর্ষক অডিও যুক্ত করে ‘আমাদের সামনে এই মূহুর্তে বক্তব্য রাখবেন কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের এমপি।’ শীর্ষক আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বেও ইন্টারনেটে একাধিকবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য বিকৃত করে প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদন গুলো দেখুন-
- বিএনপি’র সমালোচনা করে দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্য বিকৃত করে প্রচার
- শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যকে বিকৃত করে প্রচার
সুতরাং, “আমাদের সামনে এই মূহুর্তে বক্তব্য রাখবেন কাউয়া কাদের ওরফে ওবায়দুল কাদের এমপি।” শীর্ষক ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- News ABC – Facebook Post
- MT World – Youtube Video