গণমাধ্যমের ভুয়া ফটোকার্ডের ফাঁদে পড়ে ওয়াজ মাহফিলে বানোয়াট তথ্য দিলেন ইসলামিক বক্তা

সম্প্রতি, ‘৩ বছরে ২১০ বার হোটেলে, বিয়ের দাবিতে শিক্ষকের দরজায় ছাত্রী।’ শিরোনামে ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভির ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

ইসলামিক বক্তা মুফতি জাকারিয়া জাবেরকেও এক ওয়াজ মাহফিলে এই ফটোকার্ডের তথ্যটি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে দেখা যায়।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘৩ বছরে ২১০ বার হোটেলে, বিয়ের দাবিতে শিক্ষকের দরজায় ছাত্রী।’ শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভি কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। তবে ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ উল্লেখ করা হয়নি, যা সাধারণত আরটিভির ফটোকার্ডগুলোতে উল্লেখ থাকে।

দাবিটির সত্যতা যাচাইয়ে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, আরটিভি’র ফেসবুক পেজে প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনে কিছুটা মিল থাকলেও ফন্টে পুরোপুরি ভিন্নতা পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner

গত ১৫ অক্টোবর আরটিভির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও উক্ত ফটোকার্ডটি ভুয়া বলে চিহ্নিত করা হয়েছে।

পাশাপাশি, অন্য কোনো সংবাদমাধ্যমে এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং,  ‘৩ বছরে ২১০ বার হোটেলে, বিয়ের দাবিতে শিক্ষকের দরজায় ছাত্রী।’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img